এক সপ্তাহ পর কলকাতায় বসতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর আসর। চলচ্চিত্র উৎসবের ২৫তম বছরে উদ্বোধনী ছবি হিসেবে থাকছে ‘গুপী গাইন বাঘা বাইন’। থাকছে কিংবদন্তী পরিচালক বার্নার্দো বের্তোলুচ্চির ৬টি ছবির বিশেষ প্রদর্শনও। এই ছবিগুলি দেখা যাবে সরাসরি সেলুলয়েডে। এই উদ্দেশে ৩৫ মিলিমিটার প্রোজেক্টরও সংগ্রহ করা হয়েছে। ডিজিটালের বদলে এই ৩৫ মিলিমিটার প্রোজেক্টে এ বার মোট দশটি ছবি দেখা যাবে। তবে উৎসবের সবক’টি স্ক্রিনে নয়। এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র শিশির মঞ্চ এবং চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে। এই প্রথমবার উৎসবে থ্রি-ডি ছবি দেখানো হবে। প্রিয়া এবং বিজলিতে দু’টি থ্রিডি ছবি দেখানোর কথা। প্রতিবারের মতো এ বারও থাকছে একতারা মঞ্চে সিনে আড্ডা। ‘পাড়ায় পাড়ায় সিনেমা’র আওতায় কলকাতার বিভিন্ন ওয়ার্ডে দেখানো হবে ২৫টি জনপ্রিয় বাংলা ছবি। চলচ্চিত্রের প্রতিযোগিতাও আয়োজিত হবে। সেই প্রতিযোগিতা বিভাগের ইন্ডিয়ান কম্পিটিশনে জায়গা করে নিয়েছে বাঙালি পরিচালক ইন্দ্রাশিস আচার্যর ‘পার্সেল’ ছবিটি। ‘পার্সেল’ ছবির গল্প একটি পার্সেলকে ঘিরে। ‘বিলু রাক্ষস’, পিউপার মতো ছবি করে দর্শকের কাছে সমাদৃত হয়েছেন ইন্দ্রাশিস।ইন্দ্রাশিস বলেন, “ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য এটা একটা দারুণ ব্যাপার। এর আগে আমার ছবি ‘পিউপা’ও মনোনীত হয়েছিল প্রতিযোগিতায়। সেটা একমাত্র বাংলা ছবি ছিল। অন্যান্য ফিচার ছবির সঙ্গে এবার আমাদের প্রতিযোগিতা। দর্শকের ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে ছবির পাবলিসিটিতে সুবিধা হয়। অনেক লোক জানতে পারে ছবির সম্পর্কে। নিজেদের লোকেদের কাছে প্রিমিয়ার করা একটা বড় ব্যাপার।” ‘পার্সেল’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসুর মত অভিনেতা-অভিনেত্রীরা। ইন্দ্রশিস আগেই জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে মুক্তি করানোর আগে ছবিটি বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরবে।