কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বাংলাদেশের দুটি ছবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ থেকে দুটি ছবি। একটি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’, অন্যটি এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের নানা স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে গিয়েছে ‘আলফা’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। বাংলাদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতী। ষোড়শ শতকের প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে ‘চন্দ্রাবতীর কথা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। উৎসবে দেখানো হবে মোট ৯২ টি শর্ট ফিল্ম ও ৫৭ টি ডকুমেন্টারি । রয়েছে মোট ৭৬টি ভারতীয় ছবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখি গুলজার, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল, মাধবী মুখোপাধ্যায়-সহ অন্য তারকারা। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও। আগামী ৮ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ২৫তম এই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ছবি ‘গুপি গাইন, বাঘা বাইন’। কারণ কালজয়ী এই সিনেমাটির এ বছর ৫০ তম বর্ষপূর্তি। ছবিটি থ্রিডি-তে দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *