কার্গিল গার্ল-এর জার্নির অংশ হতে পেরে গর্বিত জাহ্নবী

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুঞ্জন সাক্সেনা। তিনি দেশের প্রথম মহিলা পাইলট।  জখম জওয়ানদের বিমানে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যেতেন তিনি । গোলা, গুলি কোনও কিছুকে গুরুত্ব না দিয়ে জওয়ানদের অন্যত্র নিয়ে যেতেন । নির্ভীকতার জন্য শৌর্য্য চক্র সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। তাঁর জীবনীর উপর ছবি তৈরি করলেন পরিচালক শরণ শর্মা।  ২০২০ সালের ১৩ মার্চ মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল’। শেষ হল এই ছবির শুটিং। গত বছর লখনউতে শুরু হয়েছিল ছবির শুটিং। এছাড়া জর্জিয়ায় হয় শুটিং। ছবিতে গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ছবিতে গুঞ্জনের বাবার ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী । ভাইয়ের চরিত্রে অভিনয় করেন অঙ্গদ বেদি । কিছুদিন আগেই জাহ্নবীর কাজের প্রশংসা করে অঙ্গদ বলেন, “জাহ্নবী খুব পরিশ্রমী ও ট্যালেন্টেড”। গুঞ্জন সাক্সেনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন জাহ্নবী। লেখেন, “গুঞ্জন ম্যাম আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । বীরত্ব ও পরিশ্রমের আসল মানে আমাকে শেখানোর জন্য অনেক ধন্যবাদ । আপনি একজন অনুপ্রেরণা । আপনার গল্প আমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছে । আশাকরি অন্যদেরও একইভাবে সাহায্য করবে ।” সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে শ্যুটিং শেষ হওয়ার কথা জানিয়েছেন জাহ্নবী।  শুটিং চলাকালীন পরিচালক শরণ শর্মার সঙ্গে একাধিক ছবি তোলেন তিনি । কখনও কোনও দৃশ্য বোঝানোর ছবি আবার কখনও চপারের সামনে বসে ছবি তোলেন দু’জনে । ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন, “ছবির ক্যাপশনে কী লিখব তা দু’দিন ধরে ভেবে পাচ্ছিলাম না । ছবির শুটিং শেষ হয়েছে । আর এই জার্নিটার অংশ হতে পেরে আমি খুবই গর্বিত ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *