কিসার ইমেজ ত্যাগ করলেন ইমরান

নিজের কিসার ইমেজ ত্যাগ করতে চলেছেন ইমরান হাসমি। এবার তিনি ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে যাচ্ছেন পাকিস্তানের বালুচিস্তানে। নেটফ্লিক্স ইন্ডিয়াতে আসতে চলেছে ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’। সেখানেই গুপ্তচর অ্যাডোনিস-এর ভূমিকায় দেখা যাবে বলিউডের কিসার বয়কে। বাংলার ঋভু দাশগুপ্ত এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলার। টান টান উত্তেজনাপূর্ণ রোমহর্ষক গল্প নিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি। বাইলাল সিদ্দিকীর লেখা একটি বইয়ের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ওয়েব সিরিজটির গল্প। শাহরুখ খানের ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ এই ওয়েব সিরিজটির প্রযোজনা করছে। পাকিস্তানেরর বালুচিস্তান প্রদেশে ক্রমাগত বেড়ে উঠেছে জঙ্গি কার্যকলাপ। ভারতীয় গুপ্তচরদের বিরুদ্ধে লড়ার জন্য জঙ্গিদের উস্কানি দিচ্ছে সেখানকার জঙ্গি নেতারা। বেশ কয়েকজন ভারতীয়কে পাকড়াও করে অস্বাভাবিক অত্যাচার চালানো হচ্ছে। এবার তাঁদেরকে সেখান থেকে উদ্ধার করতে অ্যাডোনিসকে সেখানে পাঠিয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা। অ্যাডোনিস ওরফে কবীর আনন্দ, তবে তাঁকে অ্যাডোনিস নামেই ডাকা হয়। তবে অ্যাডোনিসকে সেখানে পাঠালেও জঙ্গিদের বিরুদ্ধে গোপনে লড়াই চালাতে গিয়ে মাঝে সেও বিপদে পড়ে যায়। এবার সেখানে পাঠানো হয় আরও এক মহিলা গুপ্তচরকে। জমে ওঠে লড়াই। সিরিজের গল্প কিছুটা এরকমই বলে জানা যায়। এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিনীত কুমার সিং, সবিতা ধুলিপালা, কীর্তি কুলকার্নি, জয়দীপ অহলওয়াত, রাজিত কাপুর সহ আরও অনেককেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *