কোচ হয়ে ফুটবল ‘ময়দান’-এ অজয়

বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘তানহাজিঃ দ্যা আনসাং ওয়ারিওর’। তানহাজি-র সাফল্যের রেশ কাটার আগেই মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর আগামী ছবি ময়দান-এর নতুন টিজার পোস্টার শেয়ার করেছিলেন অজয় দেবগন। আজ  অজয় ট্যুইট করলেন জোড়া ফার্স্ট লুক পোস্টার। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরি ‘ময়দান’। যার কারিগর ছিলেন রহিম সাহেব। তাঁকেই ভারতীয় ফুটবলের জনক বলা হয়।  সেই ফুটবল কোচের ভূমিকাতে দেখা যাবে অজয় দেবগনকে। বৃহস্পতিবার তারই জোড়া ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেতা। লুক শেয়ার করে অজয় লিখেছেন, “এই গল্প ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের আর একজন সফল কোচের।” পোস্টারে দেখা যাচ্ছে , পাট পাট করে আঁচড়ানো চুল ,মোটা গোঁফ।,গায়ে ঢলঢলে শার্ট আর ফরমাল প্যান্ট। হাতে একটা চামড়ার ব্যাগ ও একটা ছাতা নিতে ফুটবলে কিক করছেন। এরকমই আদ্যন্ত ছাপোষা লুকে দেখা গেল অজয় দেবগনকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বধাই হো খ্যাত পরিচালক অমিত শর্মা। এই ছবিতে অজয়ের বিপরীতে দেখা যাবে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী প্রিয়মণিকে। এই প্রথম তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, ১৯৫১-১৯৬২, ঠিক যেই সময় পায়ে বল নিয়ে ময়দানে দৌড়ে বেড়াতেন দোর্দণ্ডপ্রতাপ সৈয়দ আবদুল রহিম, সেই ঐতিহাসিক পিরিয়ডকেই সিনেম্যাটিক ফরম্যাটে সিনেপ্রেমীদের কাছে তুলে ধরতে চলেছেন পরিচালক অমিত শর্মা। সেসময়ে ভারতীয় ফুটবল যে উচ্চতায় পৌঁছেছিল, নিঃসন্দেহে তার অন্যতম কাণ্ডারি ছিলেন রহিম সাহেব। আধুনিক ভারতীয় ফুটবলের রূপকার হিসেবেও তাঁর নামোল্লেখ করা যায়। উল্লেখ্য, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়া রয়েছেন আরিয়ান ভৌমিক এবং বাঙলার অভিনেত্রী চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য। রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করার জন্য কঠোর পরিশ্রম করেছেন অজয় দেবগন। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লাভিয়ার কাছে দশ গোল খেয়েছিল ভারত। পরাজিত এক টিম কীভাবে সেখান থেকে ঘুরে দাঁড়াল, সেই টুইস্টই এই ছবির প্রতিপাদ্য বিষয়। ঘুরে দাঁড়ানোর জন্য রহিম সাহেব কীভাবে স্ট্র্যাটেজি সাজালেন, তৈরি করলেন দলকে, সেই গল্পই তুলে ধরা হবে পর্দায়। আর সেই খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্ব রহিম সাহেবের চরিত্রেই ময়দানে ফুটবলার পায়ে নিয়ে দৌড়তে দেখা যাবে অজয় দেবগনকে। মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরের ২৭ তারিখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *