কোন গোপন কম্ম করছেন ঋতাভরী!

প্রত্যেক মহিলাকে কুর্নিশ জানিয়ে আগামী নারী দিবসেই আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। প্রকাশ্যে এল ছবির নয়া পোস্টার। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র কেন্দ্রীয় চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। মেন্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় ছবি তৈরি করছেন অরিত্র মুখোপাধ্যায়। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি অরিত্রর। যদিও ১২ বছর ধরে শিবু-নন্দিতার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।  নতুন পোস্টারে গোপন কম্মের কাণ্ডারী ঋতাভরীও ধরা দিলেন মুখোশের আড়াল থেকে। মেয়েদের জীবনের আনাচে কানাচে লুকিয়ে থাকে কত গোপন কম্ম, মুখোশের আড়ালে। কারণ, প্রকাশ্যে আনা বারণ যে, তাঁরা তো মেয়ে! সেই মুখ খুঁজতেই আগামী মার্চে নারী দিবসেআসছে “ব্রহ্মা জানেন গোপন কম্মটি”। আদ্যোপান্ত আটপৌরে এক বাঙালি গৃহিনীর চরিত্রে রয়েছেন ঋতাভরী। যার নাম শবরী। শবরীকে প্রজাপতি ব্রহ্মার দূত বললেও ভুল হবে না। কারণ, সংস্কৃতের অধ্যাপনা ছাড়াও সমাজের চিরাচরিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে, তিনি একটি গোপন মিশনের যুক্ত। যে কাজে তাঁকে সাহায্য করেন প্রমিলা বাহিনী। এক যৌথ পরিবারের বউ হয়েও এই ‘গোপন মিশন’ তিনি সম্পন্ন করেন। এই মিশনটিই হল ছবির ‘সারপ্রাইজ এলিমেন্ট’। সংস্কৃতের অধ্যপিকা শবরীই পুরোহিতের পিঁড়িতে বসে মন্ত্রোচারণ করে নারী-পুরুষের চার হাত এক করেন। ঋতাভরীকে এরকমই এক চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে ‘গোপন’ সূত্রে। ঋতাভরী বলছেন, ‘প্রত্যেক নারীর মধ্যেই তো দশভূজারূপ বিরাজমান। বাহ্যিক সৌন্দর্য কিংবা চাকচিক্য দেখেই আমরা সাধারণত কাউকে আদর্শ হিসেবে ধরে নিই। কিন্তু আমাদের মা-দিদি-দিদিমণি সবার মধ্যেই যে এক অসামান্যা নারী সুপ্ত অবস্থায় রয়েছে। সেরকমই এক সাধারণ মেয়ের অসাধারণ গল্প বলবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। শবরী ওরফে ঋতাভরীর স্বামী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন ‘কবীর সিং’ খ্যাত সোহম মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *