ক্যানসার ধরা পড়ার পর থেকে কখনই তা লুকোনোর চেষ্টা করেননি সোনালি। বরং অনুপ্রেরণামূলক পোস্টের মাধ্যমে অন্যান্য ক্যানসার আক্রান্তদের সাহস জুগিয়েছেন। দীর্ঘদিন অ্যামেরিকায় থেকে চিকিৎসা করিয়ে ক্যানসার মুক্ত হয়েছেন সোনালি বেন্দ্রে। কিন্তু, সবার সেই সুযোগ বা সামর্থ্য না-ও থাকতে পারে। তাই আগে থেকেই প্রতিরোধ করা ভালো। জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে এই উপদেশই দিলেন অভিনেত্রী। নিজের একটি ছবি পোস্ট করে সোনালি লিখেছেন, “এই জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে প্রতিজ্ঞা কর যে, তুমি নিজের ও তোমার পরিবার-পরিজনের জন্য স্বাস্থ্যপরীক্ষা করার একটি দিন স্থায়ী করবে। সাবধান থেকো, বিশেষ করে যদি তোমার পরিবারে কারো ক্যানসার হয়ে থাকে। কারণ বিশ্বাস কর, তাড়াতাড়ি ধরা পড়লে জীবন বাঁচানো যায়।”