ক্রিকেট বলের আঘাতে গুরুতর আহত শাহিদ কাপুর

বর্তমানে দক্ষিণী ছবির ‘জার্সি’র হিন্দি রিমেকের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহিদ কাপুর।ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নানুরি। দক্ষিণী ফিল্মটিও তাঁরই পরিচালিত। ছবিটি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, অমন গিল, দিল রাজু। ছবির জন্য যে শাহিদ বেশ পরিশ্রম করেন, তা কারওর অজানা নয়।  তাঁর সাম্প্রতিকতম ছবি ‘কবীর সিং’ই তার প্রমাণ। ‘অর্জুন রেড্ডি’র ছক থেকে বেরিয়ে এসে নতুনভাবে ‘কবীর সিং’-এ নিজেকে উপস্থাপন করেছিলেন শাহিদ। তাই ‘জার্সি’ নিয়েও আগ্রহ তুঙ্গে। কবীর সিংয়ের মতো এই ছবির জন্যও প্রচুর খাটছেন শাহিদ। একটি টেক দেওয়ার আগে একাধিকবার রিহার্সাল করছেন। জার্সি-র শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহিদ কাপুর। মোহালি স্টেডিয়ামে চলছিল ছবির শ্যুটিং। শটের আগে রিহার্সাল করছিলেন শাহিদ কাপুর। তখনই ঘটে দুর্ঘটনা। দ্রুত গতিতে একটি বল এসে তাঁর নীচের ঠোঁটে লাগে। ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শাহিদের ক্ষত গভীর হওয়ায় ঠোঁটের নীচে ১৩টি সেলাই পড়ে। শুটিং টিমের সূত্রে জানা যাচ্ছে, “শাহিদ একেবারে ঠিক খেলছিল আর শটের আগে রিহার্সাল করছিল । হঠাৎ করেই বলটা এসে শাহিদের নীচের ঠোঁটে লাগে ও ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে । সঙ্গে সঙ্গে ওঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । জখমকে সারাতে সঙ্গে সঙ্গে সেলাই করেন ডাক্তার । সব মিলিয়ে শাহিদের নীচের ঠোঁটটি খুবই খারাপ অবস্থায় রয়েছে । তাই যতক্ষণ ঠোঁটের ফোলা ভাবটা কমে স্বাভাবিক অবস্থায় আসছে, ততক্ষণ শুটিং করতে পারবে না অভিনেতা । তবে ও চেষ্টা করছে যাতে ৪-৫ দিনের মধ্যে সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারে ।” জানা গিয়েছে, খবর পেয়েই চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন মীরা রাজপুত। চণ্ডীগড়ের এক হাসপাতালে ভর্তি আছেন শাহিদ। এই ছবিতে শাহিদ বছর ৩৬-এর অবসরপ্রাপ্ত ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন।  ‘জার্সি’র শ্যুটিংয়ের জন্যই শহিদ ক্রিকেট খেলছিলেন।জানা যাচ্ছে ‘জার্সি’ ছবিতে তাঁকে যাতে এক্কেবারে পেশাদার ক্রিকেটারের মতো দেখতে লাগে সেকারণেই জমিয়ে ক্রিকেট অনুশীলনও করেছেন শাহিদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ক্রিকেট অনুশীলনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।এই ছবিতে শাহিদ ছাড়াও দেখা যাবে পঙ্কজ কাপুরকে। শাহিদের মেন্টরের ভূমিকায় অভিনয় করছেন তিনি।প্রসঙ্গত এর আগে তাঁর ছবি জার্সি (যেটা কিনা তেলুগু ছবির রিমেক) প্রসঙ্গে বলতে গিয়ে শাহিদ বলেছিলেন, ” জার্সির যে চরিত্রটা, সেটির সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পারছি। ছবিতে এমন একটা চরিত্র তুলে ধরা হয়েছে যিনি ৩৬ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বাস্তব জীবনে নানান সমস্যার সম্মুখীন হন, বিভিন্ন টালবাহানার মধ্যে দিয়ে তার জীবন এগোয়। সিনেমাটিতে চরিত্রটা যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে ওই চরিত্রটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পেরেছি। জার্সি (তেলুগু) ছবিটি দেখে  আমি ৪ বার কেঁদে ফেলেছি।” তবে শাহিদের কথায়, ”যদিও কবীর সিংয়ের সঙ্গে জার্সির চরিত্রটির কোনও মিল নেই। জার্সির যে চরিত্রটা রয়েছে সেটা ভীষণই অন্তর্মুখী ও শান্ত একটি চরিত্র। কবীর সিংয়ের সঙ্গে এর কোনও মিলই নেই। তবে এই ব্যক্তির যাত্রা ভীষণই অনুপ্রাণিত করে। আমি সেই ছবিই করতে রাজি হই যেটির সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পারি। ছবিটি সাফল্য পাবে কিনা সেটা পরের প্রশ্ন।” তিনি এও বলেন, ‘আসলে, কবীর সিংয়ের পর কী করব তা ঠিক করতে একটু সময় নিয়ে নিয়েছি। কিন্তু যখনই জার্সি দেখেছি আমি বুঝে গিয়েছিলাম এটাই আমার পরের ছবি। এই জার্নিটার সঙ্গে নিজেকে জুড়ে নিতে পেরেছি।’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে ৷ ২৮ অগস্ট মুক্তি পাবে শাহিদের ছবি ‘জার্সি’।

View this post on Instagram

#jersey #prep

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *