সঞ্জয় লীলা বনশালীর ছবি মানেই লার্জার দ্যান লাইফ রাজকীয় সেট। যেন এক রূপকথার রাজ্য ফুটে ওঠে সিনেমার পর্দায়। প্রতিটি ছবিতেই নতুন কোনও চমক নিয়ে দর্শকের সামনে হাজির হন সঞ্জয় লীলা। কিন্তু শোনা যাচ্ছে তাঁর আগের সব ছবিকে পিছনে ফেলে দেবে গঙ্গুবাঈ কাথিয়াবাডি-এর বিলাসবহুল চোখ ধাঁধানো সেট। এই প্রথম বার সঞ্জয় লীলা বনশালীর ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। শোনা যাচ্ছে ১৯৯৯ সালের হাম দিল দে চুকে সনম-এর ২০ বছর পর ফের সঞ্জয়ের ছবিতে দেখা যাবে অজয় দেবগণকেও। তবে এখনও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা গঙ্গুবাঈ কাথিয়াবাডি-র। কিছুদিন আগেই নাকি আলিয়া গঙ্গুবাঈ-এর সেটের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাত্ই তাঁর মনে হয় একবার ভিতরে গিয়ে দেখবেন। শোনা গিয়েছে সেটের ভিতরে পা রেখে তার আকার এবং রাজকীয়তায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। এমন নিখুঁত এবং লার্জার দ্যান লাইফ সেট আগে নাকি বলিউড কখনও দেখেনি।