চরিত্রের আবেদন অনুযায়ী সবটাই করতে পারেন পাওলি

পর্দায় সাহসী চরিত্রে বহুবার অভিনয় করতে দেখা গেছে পাওলি দাম-কে। তাঁর সাহসীকতার জন্য বিভিন্ন ক্ষেত্রে যেমন প্রশংসিত হয়েছেন। অন্যদিকে, আবার নিন্দুকের নিন্দার মুখেও পড়তে হয়েছে তাঁকে। চরিত্রের খাতিরে যা করার প্রয়োজন তা তিনি যে করতে পারেন তার প্রমাণ অনেক আগেই দিয়েছেন পাওলি। কোনও বিতর্ক তাঁকে তাঁর কাজ থেকে বিরত রাখতে পারেনি। তবে এবার সিনেমায় বোল্ড ও বেড সিন নিয়ে মুখ খুললেন পাওলি। তিনি জানিয়েছেন, আমার খোলামেলা চরিত্র নিয়ে যারা বলে বেড়ায়, তাদের সত্যিকার অর্থে কোনো কাজকর্ম নেই। আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা হবেই। তবে সেই সমালোচনায় যদি চলচ্চিত্রাঙ্গনের লোকজন জড়িত হয়, তখন একটু খারাপ লাগেই। অনেকের মুখেই বলতে শুনেছি, আমি নাকি বাঙালি নারীর লজ্জার শেষ জায়গাটিও প্রকাশ্যে জলাঞ্জলি দিয়েছি। এটা কেন বলা হচ্ছে, আমি জানি না। আমার মনে হয়, কলকাতার বাঙালিরা এখনও আধুনিক হতে পারেনি। তাদের মধ্যে সেকেলে ভাবটা রয়ে গেছে। বর্তমান সময়ে সারাবিশ্বে যে মুভি হচ্ছে সেসবের কাছে আমার এমন অভিনয় ডালভাত। শিল্পের ব্যাকরণে একটি চরিত্রে লজ্জা বলে কিছু নেই। চরিত্রের আবেদন অনুযায়ী সবটাই করা যেতে পারে। যারা এসব এখনও বোঝে না- তারা সংকীর্ণমনা। তবে ব্যক্তিগতভাবে আমি খুবই রক্ষণশীল। বাঙালিয়ানা মেনেই জীবন কাটাই। কিন্তু ভুলে গেলে চলবে না, একই সঙ্গে আমি একজন অভিনেত্রী। আমার মতেই দুটো সত্তাই কাজ করে। রূপালি পর্দার আমি তো সত্যিকারের আমি না। ওটা অন্য এক পাওলি। চরিত্রের জন্য যতটুকু কাপড় খুলতে হয়, খুলব। খুলেছিও। কখনও এ নিয়ে নেতিবাচক বিষয় ভাবিনি। বরারবই মনে হয়েছে- যা করেছি বেশ করেছি’। পাওলির এই বক্তব্যে তাঁর সাহসী মানসিকতার পরিচয় মিলল আরও একবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *