‘ছপাক’-এর জন্য দীপিকাকে কুর্নিশ জানালেন কঙ্গনা

বেশ কয়েক বছর আগে কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলির উপর অ্যাসিড হামলা হয়েছিল। তাঁকে নিয়ে সে সময় তাঁদের পরিবারে চলেছিল টানাপোড়েন। আরও একবার সেই স্মৃতি উসকে দিয়েছে দীপিকা পাড়ুকোনের আগামী ছবি ‘ছপাক’। ‘ছপাক’-এর মতো সিনেমা বানানোর জন্য দীপিকা  ও মেঘনা গুলজারকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবিকে এবং ছবির বিষয়বস্তুকে কুর্নিশ জানিয়েছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। ‘ছপাক’-এ একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । তাঁর চরিত্রের নাম মালতি। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর মুখের উপর কেউ অ্যাসিড ছুড়ে দেয়। যার কারণে তার মুখের বেশিরভাগ অংশই খারাপ হয়ে যায়। তার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে।  সম্প্রতি একটি ভিডিও শুট করেন কঙ্গনা । সেখানে ‘ছপাক’-এর জন্য দীপিকা ও পরিচালক মেঘনা গুলজারকে ধন্যবাদ জানান তিনি। ভিডিওটিতে কঙ্গনা বলেন, “ছপাকের ট্রেলার দেখার পরই রঙ্গোলির সঙ্গে হওয়া অ্যাসিড হামলার সব স্মৃতি মনে পড়ে গেল। সেই সময় আমার পরিবার ও রঙ্গোলির লড়াই আমাকে সব রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার অনুপ্রেরণা দেয় । রঙ্গোলির হাসি আমাকে সব ধরনের কষ্টের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষমতা দেয় । আজ আমি ও আমার পরিবারের সদস্যরা মেঘনা গুলজার ও দীপিকাকে ধন্যবাদ জানাই। কারণ তারা এই বিষয়ের উপর ছবি বানিয়েছে। এর মাধ্যমে অ্যাসিড আক্রান্তরা অনেক সাহস পাবে, যারা ইতিমধ্যেই হাল ছেড়ে বসে রয়েছে। আর অভিযুক্তদের মুখের উপর সপাট চড়। কারণ তারা এই হামলার মাধ্যমে যা করতে চাইছিল তাতে কখনওই সফল হতে পারেনি। এই ছবির মাধ্যমে সব অ্যাসিড আক্রান্তের মুখে হাসি ফুটবে।” সব শেষে টিম ‘ছপাক’-কে শুভেচ্ছাও জানিয়েছেন কঙ্গনা। এই ভিডিও টুইটারে শেয়ার করেন রঙ্গোলি চান্দেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *