ছপাক-কে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত ঘোষণা  

মুক্তির আগে বিহু বিতির্কে জড়িয়েছে মেঘনা গুলজার পরিচালিত দীপকা পাড়ুকোন প্রযোজিত ও অভিনীত ‘ছপাক’। তবে তার মধ্যেই এল ভালো খবর। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করা হল ‘ছপাক’-কে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ টুইট করে এই খবর জানান। তিনি লেখেন, “অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবন অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছপাক মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারি । এই ছবিকে আমি করমুক্ত করার ঘোষণা করছি। অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা নিয়ে এই ছবিতে পজিটিভ বার্তা দেওয়া হয়েছে , তাদের সাহসের কথা বলা হয়েছে , প্যাশন পূরণ করতে তাদের স্ট্রাগলের কথা বলা হয়েছে , তাদের প্রতি সমাজের মানসিকতাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে ।” ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও একইভাবে টুইটারের মাধ্যমে এই খবর ঘোষণা করেছেন । লিখেছেন, “ছত্তিশগড় সরকার হিন্দি ছবি ছপাক-কে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । ছবিতে মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকের মতো জঘন্য অপরাধকে দেখানো হয়েছে ও সমাজকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *