ছবির শুটিং ফ্লোরকে নিজের বাড়ি বলেই মনে করতেন অজয়!

এর আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন কাজল ও অজয় দেবগন। তার মধ্যে ‘পেয়ার তো হোনা হি থা’, ‘দিল কেয়া কারে’, ‘ইউ মি অউর হাম’ অন্যতম ।  প্রায় ১০ বছর পর ফের অনস্ক্রিনে কাজলের সঙ্গে জুটি বাঁধলেন অজয়। ‘তানহাজি : দা আনসাং ওয়ারিয়র’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবিতে তানহাজি মালুসারের চরিত্রে অভিনয় করবেন অজয় । আর কাজলকে দেখা যাবে সাবিত্রীবাইয়ের চরিত্রে । এছাড়াও ছবিতে রয়েছেন সইফ আলি খানও। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে ‘তানহাজি : দা আনসাং ওয়ারিয়র’। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অজয়, সইফ, শরদ কেলকর, পরিচালক ওম রাউত, রোহিত শেট্টি, সহ প্রযোজক ভূষণ কুমার ও কুমার মঙ্গত । তবে মেয়ে নিশার কলেজে যাওয়ার জন্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি কাজল । কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অনুভূতি কেমন অজয়ের কাছে তা জানতে চাওয়া হলে তিনি জানান, “অনুভূতি ঠিক কেমন তা আমি বলতে পারব না । কারণ আমার মনে হয়েছে শুটিং চলাকালীন আমরা বাড়িতেই ছিলাম, কোনও শুটিং ফ্লোরে ছিলাম না । বাড়িতে একে অপরের সঙ্গে যেমন ব্যবহার করি সেখানেও অন্যদের সামনে ওই একই ব্যবহার করছিলাম । তাই আমার অন্যরকম কিছু মনে হয়নি ।” এই ধরনের একটি ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবির করার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করতে হয়েছে অজয়কে। তিনি বলেন, “এই বিষয়ে যেখানে যা বই পেয়েছি পড়ে গেছি । তানহাজির ব্যবহার সম্পর্কে কোথাও বিস্তারিতভাবে দেওয়া নেই । ভাবনার মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে ।” ট্রেলারে যুদ্ধের অনেক দৃশ্য দেখানো হয়েছে । সেখানে একাধিক স্টান্টও করেছেন অজয় । এ প্রসঙ্গে তিনি বলেন, “স্টান্ট করতে গিয়ে আমি একাধিকবার চোট পেয়েছি । এখনও আমার পায়ে চোট রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *