ছেলে ঋদ্ধির পরিচালিত ছবিতে বাবা কৌশিক

এর আগে বাবার পরিচালনায় ছেলে অভিনয় করেছেন টলিউডে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘লক্ষ্মীছেলে’তে অভিনয় করলেন ছেলে উজান গঙ্গোপাধ্যায়। এছাড়াও পরিচালক অনুপ সেনগুপ্তর ছবিতে অভিনয় করেছেন তাঁর ছেলে বনি সেনগুপ্ত। তবে এবার ছেলের পরিচালনায় বাবার অভিনয় দেখতে পাবেন টলিদর্শকরা। ফিল্মি পরিবারে বেড়ে ওঠা মানেই সাধারণত শৈশব থেকেই সিনেমা-স্ক্রিপ্ট যাবতীয় বিষয়ের প্রতি ভালবাসা তৈরি হওয়া। তাই ভবিষ্যতে পেশা কিংবা প্যাশনের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত থাকে সিনেমা। সেরকমই চিত্রা সেন, কৌশিক সেনের পর তৃতীয় প্রজন্ম ঋদ্ধি সেনও অভিনয়কেই বেছে নিয়েছিলেন সিনেজগতের সঙ্গে নিজের পরিচয় ঘটানোর ক্ষেত্রে। যার ঝুলিতে জাতীয় পুরস্কারও রয়েছে। তবে এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনই পরিচালকের আসনে বসতে চলেছেন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেনের বাবা প্রখ্যাত নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেন। বছর তিনেক আগেই চিত্রনাট্য ড্রাফটের কাজ শুরু করেছিলেন। এতদিনে প্রায় শেষের দিকে। ঋদ্ধি আপাতত ব্যস্ত ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’ ছবি নিয়ে। তাঁর চরিত্রের জন্য মন দিয়ে বাশি বাজানো শিখছেন। আবার কড়া ডায়েট মেনে ওজনও ঝরাচ্ছেন। এত কিছুর মাঝেই নিজের পরিচালনায় সিনেমার প্রি-প্রোডাকশনের কাজে লেগে পড়েছেন। গল্পের প্রেক্ষাপট ২০২৫ সাল। চিত্রনাট্য সাজানোয় পরিচালকের সঙ্গে অনিরুদ্ধ দাশগুপ্তও ছিলেন। ক্যামেরার নেপথ্যে তিয়াস সেন। ঋদ্ধির সহযোগী হিসেবে এই প্রেজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর বান্ধবী গায়িকা-অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও। ফেব্রুয়ারির শেষের দিকেই ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে অভিনেতার। শুটিং হবে রাজারহাট অঞ্চলে। চরিত্রের লুকের সঙ্গে কৌশিক সেনের চেহারার মিল রয়েছে বলেই তাঁকে কাস্ট করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ঋদ্ধি। তবে এখনই পূর্ণদৈর্ঘ্যের ছবি নয়। আপাতভাবে ছোট দৈর্ঘ্যর ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি দেবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *