‘জম্বিস্তান’-এর ট্রেলার মুক্তি

হলিউড এর আগে জম্বি নিয়ে বহু ছবিই তৈরি করেছে। কিন্তু, ভারতীয় সিনেমা জগতে এই বিষয়কে কেন্দ্র করে হাতোগোনা কয়েকটি ছবি রয়েছে। সেই জম্বিকেই এবার সিনেমার বিষয় করলেন পরিচালক অভিরূপ ঘোষ। বাংলা সিনেমায় এই প্রথম জম্বি নিয়ে ছবি তৈরি করা হয়েছে। ছবির নাম ‘জম্বিস্তান’। গতকাল ছবিটির ট্রেলার লঞ্চ করা হয়। ছবিতে দেখানো হয়েছে এক মারণ ভাইরাস গ্রাস করে শহরকে। যার ফলে সারা শহরের মানুষ পরিনত হচ্ছে নরখাদকে। সেই  নরখাদকদের দলের মাঝে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির অস্তিত্ব রক্ষার লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে ।‘জম্বিস্তান’-এ মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ। ছবিতে তনুশ্রীর চরিত্রের নাম আকিরা। ছবিতে দেখানো হয় আকিরার জার্নি। শহরে যেখানে প্রায় ৭৫‍% পরিনত হয়েছে নরখাদকে বাকি বেঁচে থাকা ২৫% কে বাঁচানোর চেষ্টা চালায় সে। সে একজন যোদ্ধাও । ছবিতে অ্যাকশনও করেছেন তনুশ্রী । এই ছবির জন্য বেশ পরিশ্রম করেছেন তনুশ্রী। এই ছবি তাঁর করিয়ারে মাইলস্টোন বলা যেতে পারে। তনুশ্রীকে এক নয়া অবতারে দর্শক দেখতে পাবে এই ছবিতে। আকিরার মিশনে আরও এক ব্যাক্তি ছায়া হয়ে কাজ করে চলেছেন অনিল চ্যাটার্জি । সেই ভুমিকায় রয়েছেন রুদ্রণীল। রজতাভ দত্ত রয়েছেন খলনায়কের চরিত্রে। ছবিতে তাঁর চরিত্রটির নাম রাজা হরিদাস। রজতাভ-র লুক দেখে দর্শক যে চমকে যাবেন তা হলফ করে বলা যেতে পারে। কোনও এক্সটিক লোকেশন নয়। বরং পরিতক্ত বিভিন্ন কারখানা যেখানে আগে কখনও শুটিং হয়নি সেইরকম লোকেশনই বেছে নিয়েছেন অভিরূপ। আগামি ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘জম্বিস্তান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *