জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনকে সরাসরি সমর্থন করলেন অপর্ণা সেন

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিচ্ছিন্ন বিক্ষোভ। উত্তর-পূর্ব ভারতে যে আগুন জ্বলতে শুরু করে তাঁর আচ পড়ে দিল্লিতেও। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবিবার আন্দোলন শুরু করে। কিন্তু তাদের ক্যাম্পাসে ঢুকে পুলিশ যেভাবে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে, তার তীব্র নিন্দায় সরব রাজনৈতিক ও শিক্ষামহলের একটা বড় অংশ। ইতিমধ্যেই অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, রিচা চাড্ডা, আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই টুইটারে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার তাদের পাশে দাঁড়ালেন পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পুলিশ যেভাবে আক্রমণ করেছে, তার নিন্দা করেন অপর্ণা সেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তিনি ছাত্রছাত্রীদের পাশে আছেন। টুইটারে অভিনেত্রী লিখেছেন, দেশ ‘সাভারকরের ভারত’ চায় না। দেশের যুবশক্তি জেগে উঠেছে। সাতটি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন তিনি। তবে এর পাশাপাশি তিনি লিখেছেন, আন্দোলন যেন তাঁরা অহিংসভাবে করেন। অহিংসার পথে আন্দোলন করলে প্রভাব আরও বেশি হবে বলে মনে করেন তিনি। ঘটনাপ্রসঙ্গে মহাত্মা গান্ধীর আন্দোলনের কথা মনে করান অপর্ণা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন ও তাদের সমর্থনে দেশের অন্য প্রান্তের পড়ুয়াদের প্রতিবাদকে সরাসরি সমর্থন করলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *