ট্রোলের মুখে পড়ে যোগ্য জবাব মাহি ভিজের

সম্প্রতি মা হন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মাহি ভিজ। জয় ভানুশালি এবং মাহির প্রথম সন্তানের নাম রাখা হয় তারা। তবে এই প্রথম নয়, এর আগেও বাবা-মা হয়েছেন জয়-মাহি। নিজের বাড়ির পরিচারিকার দুই সন্তানকে দত্তক নেন জয়-মাহি। বিগ বস ১৩-র শোয়ে স্বামী জয় ভানুশালির সঙ্গে হাজির হয়েছিলেন মাহি ভিজ। সেখানে সবুজ রঙের ম্যাক্সি ড্রেস পরে সলমন খানের সঙ্গে ছবি শেয়ার করেন মাহি। সলমন খান এবং মাহি ভিজের সেই ছবি প্রকাশ্যে আসতেই জোর তরজা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ছবি দেখে অশ্লীলভাবে আক্রমণও করা হয় টেলিভিশনের এই অভিনেত্রীকে। সলমনের সঙ্গে ছবি শেয়ার করার পরই মাহিকে ‘লজ্জা করে না মুটি’ বলে আক্রমণ করতে শুরু করেন নেট জনতার একাংশ। তবে ট্রোলের মুখে পড়ে, তার যোগ্য জবাবও দেন মাহি। আক্রমণকারীকে উদ্দেশ্য করে মাহি বলেন, তোমায় জন্ম দেওয়ার পর তোমার মা-ও কি রোগা ছিলেন? নিজের মা-কে গিয়ে জিজ্ঞেগ করো যে, কী ধরনের সন্তান তুমি? শুধু তাই নয়, ফলোও করে গালিগালাজ দিচ্ছে বলে আক্রমণকারীকে পালটা একহাত নেন মাহি। পাশাপাশি আক্রমণকারীর ফেক অ্যাকাউন্ট রয়েছে বলেও মন্তব্য করেন মাহি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর পালটা জবাবে অবশ্য মুখে কুলুপ আঁটেন ওই ব্যক্তি। তাঁকে পালটা আর আক্রমণ করতে দেখা যায়নি।

View this post on Instagram

Oh I love him @beingsalmankhan

A post shared by Mahhi ❤️tara❤️khushi❤️rajveer (@mahhivij) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *