বিজ্ঞাপন করে আইনি বিপাকে গোবিন্দা ও জ্যাকি শ্রফ

তেলের বিজ্ঞাপন করে আইনি বিপাকে গোবিন্দা ও জ্যাকি শ্রফ। বছর সাতেক আগে একটি ব্যথা উপশমের ভেষজ তেলের বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন বলিউড এই দুই অভিনেতা। সেই বিজ্ঞাপনের জেরেই তাঁদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করা হয়। ২০১২ সালে উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা অভিনব আগরওয়াল নামের এক আইনজীবী একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপন দেখে তাঁর বাবা ব্রিজভূষণ আগরওয়ালের জন্য সেটি অর্ডার করেছিলেন। বিজ্ঞাপনে তেল প্রস্তুতকারী ওই সংস্থার দাবি করা হয়েছিল, ১৫ দিনে ব্যাথা না কমলে টাকা ফেরত দেওয়া হবে। ওই বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ৩,৬০০ টাকা দিয়ে ওই তেল কেনেন অভিনব আগরওয়াল। কিন্তু ১৫ দিন পরেও ব্রিজভূষণ বাবুর ব্যথা কমেনি। বিজ্ঞাপনে টাকা ফেরানোর আশ্বাস দিলেও টাকা ফেরাতে অস্বীকার করে ওই সংস্থা।কিন্তু অভিযোগ, কোম্পানি তাতে কর্ণপাত করেনি। উলটে অভিনব আগারওয়ালকে হেনস্তার শিকার হতে হয় বলেও অভিযোগ। অভিনববাবু জানিয়েছেন, গোবিন্দা ও জ্যাকি শ্রফ বিজ্ঞাপন দিচ্ছেন দেখে, তাঁদের উপর ভরসা রেখেই তিনি ব্যথা উপশমকারী ওই তেল কিনেছিলেন। এরপরই আদালতের দ্বারস্থ হন অভিনববাবু। ওই তেল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তিনি ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন। আদালত তার রায়ে ঘটনার জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত পাঁচ জনকে অর্থাৎ তেল প্রস্তুতকারী সংস্থা, সংস্থার দুই সেলিব্রিটি অ্যাম্বাসেডর গোবিন্দা এবং জ্যাকি শ্রফ, প্রচারক সংস্থা টেলিমার্ট শপিং নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক্স কমিউনিকেশনকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই ক্রেতার ওই তেলের দাম বাবদ ৩,৬০০ টাকা এবং তার প্রতি বছরের ৯ শতাংশ হারে সুদ-সহ সমস্ত আইনি খরচ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *