থাপ্পড়-এর জবাব দিতে প্রস্তুত তাপসী

‘মুল্ক’, ‘ আর্টিক্যাল ১৫’ এর পর এবার অন্যধারার ছবি নিয়ে হাজির পরিচালক অনুভব সিনহা। আর ‘মুল্ক’-এর পর ফের একবার তিনি টিম-আপ করেছেন তাপসী পান্নুর সঙ্গে। তাপসী পান্নু যে আরও একবার দর্শকদের মন কেড়ে নিতে চলেছেন তা জানান দিয়ে দিল অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’ ছবির ট্রেলার। ‘পিঙ্ক’ ছবিতে স্পষ্ট করা হয়েছিল একজন মহিলার ‘না’ এর অর্থ ‘না’-ই! মহিলার আত্মমর্যাদায় আঘাতের কোনও ক্ষমা হয়না। ঠিক একই বার্তা নিয়ে অনুভব সিনহার ‘ থাপ্পড়’ ছবির ট্রেলার হাজির। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। এই ছবি পারিবারিক হিংসার মতো বিষয় নিয়ে কাজ করছে। তপসি পান্নুকে অমৃতা নামে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। তাঁর স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে পাভেল গুলাটিকে। ট্রেলারে দেখা যাচ্ছে, সুখী দাম্পত্য তাপসী এবং পাভেলের। অমৃতা নামের ওই গৃহবধূর ঘর, সংসার বেশ ভালই চলছিল। স্বামীকে নিয়েই গড়ে ওঠে তাঁর সমস্ত জগত। সেই জগতটাই ভেঙে চুরমার হয়ে যায় স্বামীর অফিস পার্টির দিন। যেখানে বন্ধুদের সঙ্গে পার্টির মাঝে আচমকাই স্ত্রীর গালে থাপ্পড় মারেন অমৃতার স্বামী। ওই ঘটনার পরই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন অমৃতা। তিনি কোনওভাবেই আর স্বামীর সঙ্গে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।একটি মাত্র থাপ্পড়ের জন্য আম্মু কেন সংসার ভাঙছেন, সেই প্রশ্ন তাঁকে বার বার করা হলেও, অমৃতা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। একটি মাত্র থাপ্পড় হলেও, স্বামী তাঁর গায়ে কেন হাত তুলবেন, তা নিয়ে বার বার সওয়াল করতে শুরু করেন আম্মু। বাবা-মা শাশুড়ি, সমাজ সবাই তাঁকে বোঝালেও, তিনি কোনওভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি। শেষ পর্যন্ত একটি থাপ্পড়ই কি শেষ করে দেবে অমৃতার সংসার, সেটা অবশ্য সময়ই বলবে। সমাজের অলিখিত নিয়ম যেখানে নারীকেই সমস্ত মানিয়ে নেওয়া নিয়ে পথ চলতে হয়। এরই বিরুদ্ধে কথা বলে ‘ঠাপ্পড়’।ছবিতে তাপসী-পাভেল ছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, রত্না পাঠক , তানভি আজমি, রাম কাপুর, দিয়া মির্জা ও আরও অনেকে। ছবিতে সংলাপের গুরুত্ব অপরিসীম। একটি জায়গায় বলা হয়েছে, ‘যখন ভালবাসা থাকে, তখন একটু আধটু হিংসাও থাকে।’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও ‘কবীর সিং’ মুক্তির পর ছবিতে এই বার্তা দেওয়ার জন্যই সমালোচিত হয়েছিলেন। তাপসী পান্নুর ঝুলিতে রয়েছে সাবাশ মিঠু, হাসিন দিলরুবা এনং রেশমি রকেট-এর মতো ছবি। এর আগে থাপ্পড় নিয়ে তাপসী বলেছিলেন, ‘অনুভব স্যারের সঙ্গে কাজ করার আলাদা মজা রয়েছে। ঠাপ্পড়-এর চিত্রনাট্য পরার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছিলাম ছবিটা করতে চাই।’ আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে থাপ্পড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *