দিল্লিতে ‘ছপক’-এর প্রচার করতে নারাজ দীপিকা-মেঘনা

জামিয়া মিলিয়ায় বিশ্ববিদ্যালয়ে পুলিসের লাঠিচার্জের কারণে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি বেশ থমথমে। এই মুহুর্তে দিল্লিতে ছবির প্রচারে যেতে  নারাজ ‘ছপক’-এর পরিচালক মেঘনা গুলজার এবং ছবির নির্মাতারা। মেঘনা গুলজার বলেন, ”দিল্লিতে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা ভীষণই সংবেদশীল। জামিয়া মিলিয়ার ঘটনার পর থেকে দিল্লির মানুষ আবেগতাড়িত হয়ে রয়েছে। দিল্লির এই অস্থির পরিস্থিতিতে আমার মনে হয় ছবির প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে। তবে আমরা শান্তি এবং ঐক্যের পক্ষে। এই পরিস্থিতিতে আমরা যেহেতু দিল্লিতে ছবির প্রচারে যেতে পারছি না, সেকারণে দুঃখিত। তবে আশা রাখি সিনেমাপ্রেমী মানুষ বিষয়টা বুঝতে পারবে।” ‘ছপক’ মুক্তি পাচ্ছে ২০২০র ১০ জানুয়ারি।  ‘ছপক’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে মালতীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে তাঁর উপর অ্যাসিড হামলা দিল্লির রাস্তাতেই হয়েছিল বলে দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তাই এই মুহূর্তে ‘ছপক’-এর প্রচার দিল্লিতে হলে বিষয়টা আরও বেশি করে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন ছবির নির্মাতারা। এই মুহূর্তে দিল্লিতে ‘ছপক’ প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে বলে মনে করছেন দীপিকা ও মেঘনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *