দিল্লির দূষণ নিয়ে মুখ খোলায় ট্রোল্ড প্রিয়াঙ্কা

প্রবল দূষণে জেরবার রাজধানী দিল্লি ও তার আশপাশে এলাকা। দিল্লির বায়ু দূষণ ক্রমশ ছেয়ে ফেলছে গোটা উত্তর ভারতকে। বাতাসের মান ‘খুবই খারাপ’ থাকায় ধোঁয়ায় ঢেকে রয়েছে চারপাশ। দৃশ্যমানতার অভাবে বাতিল করতে হয়েছে বেশ কয়েকটি উড়ান। স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি থাকায় বন্ধ রয়েছে স্কুল-কলেজ। দিল্লির দূষণের বিষয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দ্য হোয়াইট টাইগার-এর শ্যুটিংয়ের জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজকুমার রাওয়ের বিপরীতে এই সিনেমায় অভিনয়ের জন্যই বর্তমানে রাজধানী শহরে রয়েছেন নিক জোনাসের ঘরণী। নিজের মাস্ক পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে দিল্লির সমস্ত আশ্রয়হীন মানুষদের নিয়ে জন্য চিন্তা প্রকাশ করেছেন। তাঁর পোস্ট করা সেলফিতে দেখা গিয়েছে, কালো রোদচশমা ও নীল মাস্কে মুখের বেশিরভাগটাই ঢেকে রেখেছেন পিগ্গি চপস। ছবিটি পোস্ট করে তিনি এই পরিস্থিতিতে গৃহহারাদের জন্য উদ্বেগ প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘#thewhitetiger-এর শ্যুটিং-এর দিন। এখানে এখন শ্যুট করা খুবই কঠিন। ভাবতে পারছি না এই পরিস্থিতিতে এখানে মানুষ কী ভাবে বাঁচবে। এয়ার পিউরিফায়ার ও মাস্ক পাওয়ায় আমরা আশীর্বাদধন্য। গৃহহারাদের জন্য প্রার্থনা করুন। সবাই নিরাপদে থাকুন।’ এ কথা লিখে #airpollution, #delhipollution, #weneedsolutions, #righttobreathe এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁর এই পোস্টের পরেই গোল বেঁধে যায় সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। তাঁর ধূমপানের প্রসঙ্গ টেনেও অনেকে নিন্দা করেন। ‘নাটকবাজ মহিলা’ বলেও কটাক্ষ করা হয় তাঁকে। বিদেশে তাঁর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিতে শুরু করেন অনেকে। কেউ লিখেছেন, ‘আপনার তো অনেক টাকা। সবাইকে একটা মাস্ক দিতে পারছেন না?’ তবে এসব কোন কিছুরই পালটা উত্তর করেননি পিগি চপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *