বলিউডের তাবড় সেলিব্রিটিদের পাশাপাশি বিরুষ্কাও নিমন্ত্রিত ছিলেন সোনাম কাপুর ও আনন্দ আহুজার দীপাবলি পার্টিতে। সেই পার্টিতে অনুষ্কা শর্মা হাজির হন দেশি লেহঙ্গায়। বিরাটের হাত ধরে সোনম কাপুরের পার্টিতে প্রবেশ করেন হট লুকের অনুষ্কা । পার্টিতে আসার আগে অবশ্য একযোগে ফটোশ্যুট করেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন বলিউডের ‘পাওয়ার কাপল’-ও। বিরাট-অনুষ্কার সেই ছবি প্রকাশ্যে আসতেই মুহুর্তে তা ভাইরাল হযে যায়।