শেষমেশ অডিশন দিতে হল বেগম বেবো-কে

জীবনে কখনও অডিশন দিতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি করিনা কাপুর খান। প্রথমত কাপুর খানদানের মেয়ে, দ্বিতীয়ত নবাব খানদানের বেগম। প্রথম ছবি ‘রিফিউজি’র জন্যও অডিশন দিতে হয়নি তাঁকে। ‘জব উই মেট’, ‘উড়তা পঞ্জাব’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু কোনওদিনই পরিচালক তাঁকে অডিশনের জন্য ডাকেননি। আর এখন, ৪০ বছরের কোঠায় এসে অডিশন দিতে হচ্ছে তাঁকে। প্রথমে রাজি না হলেও স্বামী সইফ এবং সহ-অভিনেতা আমির খানের কথায় অডিশন দিতে যান করিনা। ‘লাল সিংহ চড্ডা’ ছবির জন্যই এই অডিশন। এই ছবিটি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘ফরেস্ট গাম্প’। উইনস্টল গ্রুমের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। ১৯৮১ সালের পটভূমিকায় তৈরি হয় ‘ফরেস্ট গাম্প’। আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা উঠে আসে ছবিতে। জন কেনেডির সঙ্গে সাক্ষাৎ, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগদান, ওয়াটার গেট কেলেঙ্কারির পর্দান্মোচন, জন লেননের সঙ্গে কাটানো মুহূর্ত। সব অভিজ্ঞতাই রয়েছে গাম্পের ঝুলিতে। তাকে নিয়েই গড়ে উঠেছে গল্প। এই চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাংকস। হিন্দি ভার্সনে এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন আমির খান। তাঁর বিপরীতেই দেখা যাবে করিনা কাপুরকে। আমির খান চেয়েছিলেন এই ছবির জন্য ১০০ শতাংশ তৈরি হয়েই ফ্লোরে আসুন করিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *