দ্রৌপদী হলেন দীপিকা

মহাভারতের কাহিনী এর আগে সিরিয়ালের রূপে দর্শক দেখে থাকলেও সিনেমায় সেভাবে দেখার সুযোগ হয়নি। তাও পুরুষের দৃষ্টিকোন থেকেই দেখা হয়েছে মহাভারতকে। এই প্রথমবার দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে দেখা হবে মহাভারতের গল্প। মহাভারত আখ্যান এবার বলিউডের পর্দায় আসতে চলেছে  বড় পরিসরে। দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন । ছবির প্রযোজনা করবেন মধু মন্টেনা । আর সহ-প্রযোজকের ভূমিকায় দীপিকা পাড়ুকোন। উল্লেখ্য, এই ছবিটি দু’তিনটি ভাগে তৈরি হবে। আর তার প্রথম ভাগ মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে। তবে এই ছবির নাম এবং কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। এমনকী দীপিকার এই ম্যাগনাম অপাসের পরিচালক কে হবেন, তা নিয়েও এখনও বেজায় জল্পনা চলছে বলিমহলে। ইতিমধ্যেই বলিউডের বেশ ক’জন ডাকসাইটে পরিচালকের সঙ্গে কথা বলেছেন দীপিকা। এই চরিত্রটির জন্য খুব খুশি দীপিকা । এমনকী এই চরিত্রটিকে ‘রোল অফ লাইফটাইম’ বলেছেন তিনি । বলেন, “এই চরিত্রে অভিনয় করব জেনে আমি খুবই আনন্দিত । মহাভারত পৌরাণিক কাহিনি হিসেবে খুবই জনপ্রিয় । কিন্তু, মহাভারতের বেশিরভাগ গল্পই বলা হয়েছে পুরুষের দৃষ্টিকোণ থেকে । আর এবার দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে বলা হবে । নতুন দৃষ্টিকোণ থেকে বলা এই কাহিনি শুধু আকর্ষণীয়ই নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ ।”ছবি সম্পর্কে মধু মন্টেনা বলেন, “মহাভারতের গল্প আমরা প্রায় সবাই জানি । আর আমাদের ছবির আলাদা বিষয়টি হল এই একই গল্প দেখানো হবে দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে । যিনি দেশের সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র । আর দীপিকা যদি এই ছবিতে কাজ না করতেন তাহলে আমরা কখনওই ছবিতে এতটা গুরুত্ব দিতাম না ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *