নওয়াজউদ্দিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলাদেশের তাহসান খান

বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার ফিল্ম হল মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যানস’। একাধিক আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পেয়েছে ছবিটি। সিনেমাটির চিত্রনাট্য ২০১৪ সালে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল প্রজেক্ট হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া এটি পেয়েছে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রণীত অ্যাপসা ফিল্ম ফান্ড। একইবছর ফিল্ম বাজার ইন্ডিয়ায়ও সেরা প্রজেক্টের পুরস্কার জিতেছিল ছবির চিত্রনাট্য। শীঘ্রই এই ফিল্মের শ্যুটিং শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি ছবির প্রযোজক হিসেবেও থাকছেন। এছাড়াও ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অঞ্জন চৌধুরী এবং ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জয়ী মার্কিন প্রযোজক ও নির্মাতা শ্রীহরি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ ছবিতে ভারতের নওয়াজউদ্দিন আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন বাংলাদেশের তাহসান খান। চলতি বছর বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাহসানের। ছবিতে তার বিপরীতে ছিলেন টলিউড নায়িকা শ্রাবন্তী। সিনেমাটি নির্মাণ করেন মোস্তাফা কামাল রাজ। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে ‘নো ল্যান্ডস ম্যানস’-র শ্যুটিং শুরু হবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন স্থানে শ্যুট করা হবে। তাহসান এই ছবিতে কাজ করার প্রসঙ্গে বলেন, ‘অনেককিছু চিন্তা-ভাবনা করে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। নওয়াজউদ্দিন এই সিনেমায় আছেন, এটাও বড় একটা কারণ। আমি আপাতত এই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এতে আমাকে দেখা যাবে মাসুদ নামের একটি চরিত্রে। এটি একেবারেই ব্যতিক্রমী চরিত্র। আমারও বেশ পছন্দ হয়েছে। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *