নির্ভয়া মামলায় আইনজীবী ইন্দিরা-র প্রতি ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা

নির্ভয়া মামলায় অপরাধীদের ক্ষমা করে দেওয়ার জন্য নির্ভয়ার মা আশাদেবীকে অনুরোধ করেছিলেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তাঁর মতে, ‘আশাদেবীর উচিত্‍ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর থেকে শিক্ষা নেওয়া। নির্ভয়ার দোষীদের ক্ষমা করে দেওয়া উচিত্‍ তাঁর। তিনি আরও বলেছেন, আমি আশাদেবীর ব্যাথা বুঝতে পারছি, তা সত্ত্বেও আমি বলব সোনিয়া গান্ধীর মতো উনিও দোষীদের মাফ করে দিন’। প্রসঙ্গত উল্লেখ্য, রাজীব গান্ধী হত্যার পরে অপরাধী নলিনীকে ক্ষমা করে দিয়েছিলেন সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। গত শুক্রবার সেই বিষয়টি উল্লেখ করে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ টুইট করে নির্ভয়ার মায়ের কাছে আর্জি জানান, ‘আমরা আপনার প্রতি সমব্যথী। তবে সনিয়া যেমন রাজীব গান্ধীর ঘাতককে ক্ষমা করেছিলেন, সেরকম আপনারও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া’। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নির্ভয়ার মা আশাদেবী অবশ্য তীব্র বিরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন। ক্ষোভে ফেটে পড়ে সংবাদমাধ্যমের সামনেই কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, “ইন্দিরা জয়সিংহ আমায় পরামর্শ দেওয়ার কে? সারা দেশ ফাঁসি চাইছে, উনি সেখানে এমন বললে তো মনে হয়, ধর্ষিতাদের বিচার ওঁর মতো মানুষদের জন্যই আটকে রয়েছে। এত বছর ধরে মামলা চলছে, এতবার দেখা হয়েছে ওঁর সঙ্গে, উনি তো আমায় কখনও জিজ্ঞেস করেননি, আমি কীভাবে আছি!” আর এই ঘটনায় আশাদেবীর পাশাপাশি গতকাল তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউডের কুইন কঙ্গনা রানাওত। গতকাল ‘পাঙ্গা’ সিনেমার প্রচারে এসে কঙ্গনা জানিয়েছেন, ‘প্রথম কথা যিনি মূল দোষী তিনি প্রাপ্তবয়স্ক নয় বলে ছেড়ে দেওয়া হয়েছে। এটা খুবই ভুল সিদ্ধান্ত ছিল তখন। তাঁকে তো সকলের সামনেই ফাঁসি দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে আশাদেবী ও তাঁর পরিবারের লোকজন লড়াই করছেন। চুপিচুপি কাউকে ফাঁসি দেওয়া ঠিক নয়। এদের প্রকাশ্যে ফাঁসি দিলে উচিত শিক্ষা পাবে ধর্ষণকারীরা।’ পাশাপাশি কঙ্গনা আইনজীবি ইন্দিরা জয়সিংকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে জানিয়েছেন, ‘ওনাকে তো আগে জেলে রাখা উচিত। নির্ভয়ার দোষীদের সঙ্গে থাকতে দেওয়া উচিত ছিল ইন্দিরাকে। কীভাবে এই মহিলাটি ধর্ষণকারীদের সমর্থন জানাচ্ছে? এইধরনের মহিলারাই ধর্ষণকারীর জন্ম দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *