গত কয়েক বছরে নারীচরিত্র কেন্দ্রিক সিনেমা তৈরিতে বলিউড বেশ সাহসী পদক্ষেপ নিচ্ছে। পাশ্চাত্যের আঙিনা পেরিয়ে ‘ওইমেন সেন্ট্রিক’ ফিল্মের ট্রেন্ড এখন বলিউডেও ঢুকে পড়েছে। বায়োপিক থেকে শুরু করে যে কোনওরকম গল্পে, প্রাধান্য পাচ্ছে নারীচরিত্ররা। সেরকমই এক সিনেমা ‘দেবী’। নামেই রয়েছে ইঙ্গিত। তাই আলাদা করে উল্লেখের প্রযোজন পড়ে না যে ‘দেবী’ও নারীকেন্দ্রিক সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমার ফার্স্ট লুক। পোস্টারেও স্বমহিমায় জ্বলজ্বল করছে ‘নারী বিগ্রেড’। বঙ্গতনয়া প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের লেখনি এবং পরিচালনায় ফুটে উঠেছে গল্প। ‘দেবী’ ফিচার ফিল্ম নয়। স্বল্প দৈর্ঘ্যের ছবি। নানা বয়সের অসাধারণ সুন্দরী ও প্রতিভাধর সব মহিলাকে নিয়ে তৈরি হয়েছে শর্ট ফিল্ম ‘দেবী’। তবে চমকপ্রদ হল ৯ অভিনেত্রী এবং পরিচালক ছাড়াও সিনেমা তৈরির প্রায় সমস্ত বিভাগের সদস্যই মহিলা। শুধু প্রযোজক, আর্ট ডিরেক্টর এবং সহযোগী কয়েকজন সদস্য পুরুষ। ৯ জন মহিলার জীবন নিয়ে তৈরি ‘দেবী’। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছেন তাঁরা। এই মহিলাদের জোর করে একটি ঘরের মধ্যে থাকতে বাধ্য করা হয়েছে। সেসব মহিলাদের মুখ থেকেই শোনা যাবে তাঁদের বেঁচে থাকার লড়াই। শুধু সমাজে তাঁদের নিজেদের অবস্থান সম্পর্কে আলোচনাই নয়, জীবনের সমস্ত রকম অভিজ্ঞতা তাঁরা শেয়ার করবেন একে অপরের সঙ্গে। এভাবেই সাজানো হয়েছে চিত্রানাট্য যাতে দর্শকদের রিলেট করতে সুবিধে হয়। যৌথভাবে ছবির প্রযোজনা করেছে নিরঞ্জন লেঙ্গার ও রায়ান স্টিফেন্সের ইলেকট্রিক অ্যাপেলস এন্টারটেনমেন্ট। অভিনয়ে রয়েছেন কাজল, শ্রুতি হাসান, নেহা ধুপিয়া, নীনা কুলকার্নি, মুক্তা বার্ভে, সন্ধ্যা মাত্রে, রমা জোশী, শিবানি রঘুবংশী ও যশশ্বিনী দয়ামা। এই প্রথম কাজলের সঙ্গে কাজ করতে চলেছেন শ্রুতি হাসান। সিনেমার প্রথম ঝলক নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন কাজল। ২ দিনে শেষ করা হয়েছে শ্যুটিং।