বিবাহবার্ষিকীতে স্ত্রী চূর্ণীকে প্রকাশ্যে চুম্বন কৌশিকের

বিবাহবার্ষিকীতে স্ত্রী চূর্ণী গাঙ্গুলীকে নিয়ে একটি লম্বা শুভেচ্ছাবার্তা লিখলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। নিজেদের প্রেম থেকে বিবাহিত জীবন, এমনকি ছেলে উজানের বড় হয়ে ওঠা সবটাই পরিচালক ছুঁয়ে গেলেন নিজের ফেসবুকের সেই বার্তায়। এই পোস্টের মাধ্যমেই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রেরনা চূর্ণীকে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করলেন কৌশিক। তিনি এও জানান আজ কৌশিক যা হয়েছেন সব হয়েছে চূর্ণীর ভালবাসাতেই। চূর্ণী না থাকলে তিনি কিছুই পারতেন না তা অকপটে স্বীকার করে নিলেন পরিচালক।  নিজের পোস্টে স্ত্রীর অস্বস্তি হবে জেনেও তাঁকে ‘প্রকাশ্যে চুম্বন’ দিতে দ্বিধা করেননি কৌশিক গঙ্গোপাধ্যায়। পাশাপাশি গোটা পোস্টে স্ত্রীর প্রতি বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। যেটি তিনি শুধু চূর্ণী গঙ্গোপাধ্যায়কেই নয়, ট্যাগ করেছেন ছেলে উজানকেও। কৌশিক লিখেছেন, সকালে আমার আর চূর্ণীর এই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম। লন্ডনে তোলা একান্ত ব্যক্তিগত সেল্ফি । তাও আজ ছবিটা দিলাম কারন কিছু ভাললাগার কথা জোরে বলতে ইচ্ছে করে। সবাইকে জানাতে ইচ্ছে করে ভিতরটা। আজ বিবাহবার্ষিকী আমাদের। এতগুলো বছরের পর চূর্ণীকেও বিব্রত করতে ইচ্ছে হলো। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বন্ধুতা থেকে স্নাতক উজান অবধি আমাদের জীবনটা কি অবলীলায় সামাল দিয়ে গেল সেই পাহাড়ী মেয়েটা, আমরাই জানি। বিয়ের পরপর সেই ছোট্ট বয়সে ওর নিজের অল্প রোজগারে আমার একটা অপারেশন থেকে, পরে কাজ কমিয়ে পুত্র বড় করার মতো ত্যাগ লিখলে, একটা উপন্যাস হবে। ও খুবই ব্যক্তিগত , লাজুক মানুষ, আমি বরং একটু প্রচারমুখী। অল্পেও নিজের ঢাক পেটাতে আমি এক বেলাও দেরী করি না, অথচ মেয়েটা মুখ বুজেই থেকে গেল, কেউ ওর আসল অবদানটা জানতেই পারে না। আমার জীবন আর সিনেমার কতটা জুড়ে চূর্ণী, খুব ঘনিষ্টরা ছাড়া কারোর কোনো ধারণা নেই। তাই আজ ছবিতে, কথায়, উচ্চারণ করে বলতে ইচ্ছে হল, “চূর্ণী, তোমাকে ছাড়া না হতাম আমি, না হতো আমার সংসার, না আমাদের উজান । অনুপ্রেরণা আর গতিপথ হারাতো আমার সিনেমার ভাষা। রাতজেগে আমার চিত্রনাট্য সংশোধনের অজানা স্মৃতি আজ সবাই জানুক। কোন নদীর জলে এমন ফসল ফলে আমার ছায়াছবিতে তাও জানুক সব্বাই। আমাদের অহংকার তুমি। জানি অস্বস্তিতে মুখ লাল হবে তোমার, তাও আজ তোমার জন্য প্রকাশ্য চুম্বন। “  বিবাহ-বার্ষিকী উপলক্ষে যে কথা পরিচালক লিখেছেন, তার পাল্টা উত্তরে স্বামী কৌশিক গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যেও কিছু কথা লিখেছেন চূর্ণী। কৌশিক-চূর্ণীর বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অগনিত শুভাকাঙ্ক্ষী।

সকালে আমার আর চূর্ণীর এই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম। লন্ডনে তোলা একান্ত ব্যক্তিগত সেল্ফি । তাও আজ ছবিটা দিলাম কারন…

Posted by Kaushik Ganguly on Thursday, 16 January 2020

যে যত্ন নিয়ে কৌশিক নীচের লেখাটা লিখেছে ততটাই যত্ন নিয়ে আজকের প্রতিটি মুহূর্ত কাটিয়েছে আমার সাথে। ♥️আমাদের গল্প যেন…

Posted by Churni Ganguly on Thursday, 16 January 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *