‘পাপ’-এ রহস্যময়ী পূজা

‘দেবীপক্ষে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির আগমন ঘটে’। এমন কথাই বিশ্বাস করেন প্রায় কমবেশি সমস্ত ভারতবাসীই। দেবী দুর্গা অসুর বধ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করে ধরাধামে। এই বিশ্বাস নিয়েই প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় দুর্গাপুজো। সেই তত্ত্বকেই একটু অন্যভাবে পারিবারিক গল্পের মোড়কে তুলে ধরতে চলেছে হইচই অরিজিনালস। দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ওয়েব সিরিজ ‘পাপ’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে পূজা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমবার ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন পূজা। এই ওয়েবসিরিজে পূজা ছাড়াও দেখা যাবে অভিনেতা রজত গঙ্গোপাধ্যায়, সোনালী গুপ্তা, অনন্যা সেনগুপ্ত, অভ্রজিৎ চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, আর জে রূপসা, সোলাঙ্কি রায়, ভাস্কর চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী সহ অন্যান্যরা। এই ওয়েব সিরিজে পার্বণী চরিত্রে দেখা যাবে পূজাকে। পার্বণী এমন একটি চরিত্র যিনি তাঁর ছেলেবেলা থেকেই বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে দিয়েই বড় হয়ে উঠেছেন। ইনি একজন স্বনির্ভরশীল স্বাধীনচেতা মহিলা। যিনি তাঁর পরিবারের মধ্যে লুকিয়ে থাকা বহু ঘৃণা, নির্যাতনের সাক্ষী। এই ওয়েব সিরিজের পুরো গল্পটিই তুলে ধরা হবে ২০০ বছরের পুরনো পারিবারিক দুর্গা পুজোর পটভূমিতে। তবে এই গল্পের মধ্যেও রয়েছে রহস্য। একদিকে বহুবছরের পুরনো বাড়ির দূর্গাপুজো ঘিরে পরিবারের সদস্যদের নতুন করে মেলবন্ধন অন্যদিকে সেই পুজোতেই আবার হাজির কিছু অযাচিত অতিথি। পুজোর মাঝেই উদ্ধার হয় দু’ দুটি মৃতদেহ। তবে এই সব রহস্য সামনে আসবে যখন বাড়িতে হাজির হবেন পার্বণী, যিনি দাবি করবেন তিনি এই পরিবারের সদস্য রহস্যের বিষয়ে অবগত। এভাবেই রহস্যে আঁধারেই এগোবে ‘পাপ’ এর গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *