পিছিয়ে গেল ‘বরুণ বাবুর বন্ধু’-র মুক্তি

জানুয়ারিতে নয়, ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে ‘বরুণ বাবুর বন্ধু’। প্রথমে চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু বেশ কিছু কারণ বশত সেই ছবির মুক্তি পিছিয়ে গেলেও তারিখ নির্ধারিত হয়নি। বরুণবাবু- ভীষণই খিটখিটে একটা মানুষ। নিজেকে সমাজ ও আত্মীয়দের কাছ থেকে সরিয়ে রাখতেই ভালবাসেন। এহেন ‘বরুণবাবুর বন্ধু’ আসছেন। তাই বন্ধুর খাতির যত্নে কোনও খামতি রাখবেন না তারা। সাহিত্যিক রমাপদ চৌধুরির লেখা কাহিনি ‘ছাদ’ অবলম্বনেই তৈরি এই ছবি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘বরুণবাবুর বন্ধু’ এবারে প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিতে দেখা যাবে বরুণবাবুর চরিত্রে। সৌমিত্র ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র। ছবির চিত্রনাট্য লিখেছেন উৎসব মুখোপাধ্যায় ও পরিচালক। সম্পাদনার দায়িত্ব সামলেছেন অর্ঘ্যকমল মিত্র। সিনেমাটোগ্রাফি অভীক মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। দিন এখনও জানা না গেলেও শোনা যাচ্ছে শীতের দর্শকের সামনে আসবেন ‘বরুণবাবুর বন্ধু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *