প্রথমবারের জন্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে ৬৮তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারে প্রথমবারের জন্য বাংলাদেশ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে চলেছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক  বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ।এবারের মিস ইউনিভার্স এর প্রতিপাদ্য ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। একজন আত্মবিশ্বাসী নারীর সকল সৌন্দর্য এবং গুণাগুণ প্রশংসনীয় এই বিশ্বাসেই ধাবমান হয়েছে এবারের প্রতিযোগিতা। বাংলাদেশের নারীদের জন্য এটি হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলাসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় যে এর মাধ্যমে প্রথমবারের মত বাংলাদেশের একজন প্রতিনিধি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন এবং প্রমাণ করবেন বাংলাদেশী নারীরাও বিশ্বের যে কোনো দেশের নারীদের মতই আত্মবিশ্বাসী।’ প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালের দিনে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন মডেল ও অভিনেত্রী বিপাশা হায়াত, পালস্ হেলথ কেয়ার এর ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মাহিন খান এবং ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান। বলিউড সুপারস্টার এবং মিস ইউনিভার্স ১৯৯৪, সুস্মিতা সেন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিজয়ী প্রতিযোগীকে মুকুট পরিয়ে দিবেন। আগামী ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর গ্র্যান্ড ফিনালে, যার বিজয়িনীই পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *