প্রেক্ষাগৃহে হাজির ‘দ্বিতীয় পুরুষ’

এতদিন বলিউডে সিক্যুয়েলের চল দেখা গিয়েছে। তবে বলিউডের গন্ডি পেরিয়ে টলি ইন্ডাস্ট্রিতেও এবার এসে গেল সিক্যুয়েল। দীর্ঘ ৮ বছর বছর ব্লকবাস্টার ছবি ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল নিয়ে ফাইনালি হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’। আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবিকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তা তুঙ্গে। অবশেষে সমস্ত জল্পনা শেষ। ইতিমধ্যেই মাল্টিপ্লেক্সে উপচে পড়ছে ভিড়। থ্রিলার ছবির সংজ্ঞা আগেই বদলে দিয়েছিলেন পরিচালক সৃজিত। ‘বাইশে শ্রাবণ’-এর পর ‘দ্বিতীয় পুরুষ’ ছবিকেও দর্শক যে গ্রহণ করবেন তা বলাই বাহুল্য। আগের ছবির খানিক রেশ ও রয়েছে এই ছবিতে। পুরোনো ছবির রেশ টেনেই এই ছবির গল্প আসতে চলেছে। তবে এবারের খেলাটা আরও কঠিন। প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য-রোমাঞ্চ। আগেই জানা গিয়েছিল ‘বাইশে শ্রাবণ’-এর  বেশ কিছু চরিত্রদের দেখা যাবে ‘দ্বিতীয় পুরুষ’-এ। অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি, রাইমা সেন, ঋতব্রত মুখোপাধ্যায় প্রত্যেকেই নতুন লুকে ধরা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *