ফারহান আখতারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায় ‘রাষ্ট্রদ্রোহী’র তকমা পেলেন অভিনেতা ফারহান আখতার। মুম্বইয়ে ক্রান্তি ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদী মিছিলে শামিল হয়েছিলেন তিনি। টুইটেও নানা সময়ে প্রতিবাদ জানিয়েছেন। ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য করার অভিযোগ তুলে ফারহান আখতারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন করণাসাগর কাশিমসেট্টি নামে জনৈক আইনজীবী। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে টুইটারে প্রতিবাদী আন্দোলনের ডাক দিয়েছিলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। তিনি সোজাসুজি লিখেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে প্রতিবাদের দিন ফুরিয়েছে, এবার রাস্তায় নামুন”।  যার জেরে সন্দীপ মিত্তাল নামে এক মুম্বই পুলিশ আধিকারিক হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতাকে। এবার সরাসরি, পুলিশে অভিযোগ দায়ের হল ফারহানের বিরুদ্ধে। সাইদাবাদ পুলিশ স্টেশন সূত্রে জানা গিয়েছে, করণাসাগর কাশিমসেট্টির অভিযোগ, ফারহান তাঁর টুইটে মুসলিম, দলিত, রূপান্তরকামী, নাস্তিকদের দেশের বিরুদ্ধে উসকেছেন। তাঁর কথায়, ফারহানের মন্তব্য দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ডেকে আনতে পারে। দাঙ্গা বাঁধাতে পারে। অভিযোগে বলা হয়েছে, “আমি আমার টুইটার অ্যাকাউন্ট ব্রাউজ করার সময়ে ফারহান আখতারের করা ১৮ ডিসেম্বরের টুইটটি দেখতে পাই। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইনে অমানবিকভাবে মুলিম, ভূমিহীন দলিত, রূপান্তরকামী এবং যাদের নথিপত্র নেই এমন মানুষদের দেশের নাগরিক হিসেবে গণ্য করা হবে না। তাঁদের জেলে ঢোকানো হতে পারে কিংবা দেশের বাইরে বের করে দেওয়া হতে পারে। যেসব কথা উসকানিমূলক এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। ফারহান এটা ইচ্ছাকৃত করেছেন এবং তারপর দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিক্ষোভও হয়েছে। যাতে সরকারি সম্পত্তির মারাত্মক নষ্ট হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *