ফিল্ম ইন্ডাস্ট্রির ট্রেন্ড্রে আগ্রহী নন কঙ্কনা

আপকামিং ছবি ‘রামপ্রসাদ কি তেহরভি’-র স্ক্রিনিংয়ের জন্য মুম্বই চলচ্চিত্র উৎসবে এসেছিলেন কঙ্কনা সেন শর্মা । সেখানে পরিচালক সীমা পাহাকে অসাধারণ শিল্পী বলে উল্লেখ করেছেন তিনি । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় ডেবিউ করলেন সীমা । এই ছবিতে নাসিরুদ্দিন শাহ, সুপ্রিয়া পাঠক, বিনয় পাঠক, মনোজ পাহা রয়েছেন । ২২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি । সিনেমায় মহিলাদের চরিত্রগুলি ছিল গতে বাঁধা । সেই ধারণা বদলে দেন কঙ্কনা সেন শর্মা । ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘পেজ থ্রি’, ‘ওমকারা’, ‘লাইফ ইন অ্যা…মেট্রো’, ‘ওয়েক আপ সিড’ ও ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র মতো ছবি তারই উদাহরণ । নারী চরিত্র কেন্দ্রিক সব সিনেমাই যে ভালো তা একেবারেই মনে করেন না কঙ্কনা । বলেন, “এক বছরের মধ্যে যে কটা সিনেমা মুক্তি পায় তার মধ্যে কয়েকটা ভালো হয় বা তাতে এক্সপেরিমেন্ট করা হয় । কিন্তু, বেশিরভাগ ছবিই ভালো নয় । সত্তরের দশকে আমরা অনেক সুন্দর ছবি তৈরি করেছি । অধিকাংশ ক্ষেত্রে টাকা সে সব জায়গায় দেওয়া হচ্ছে যেখানে অসাধারণ কিছু তৈরি হচ্ছে না ।” ফিল্ম ইন্ডাস্ট্রি কী করবে বা সেখানে কী ট্রেন্ড চলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই কঙ্কনা সেন শর্মার । নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানিয়েছেন । ছবির উপরই বেশি জোর দিতে চান তিনি । কঙ্কনা বলেন, “ইন্ডাস্ট্রি কী করছে, কোনটা ট্রেন্ডিং রয়েছে সে বিষয়ে আমার কোনও আগ্রহ নেই । সব আগ্রহ আমি হারিয়ে ফেলেছি । আমি শুধু নিজের কাজ করতে চাই আর জীবনকে আকর্ষণীয় করে তুলতে চাই ।” তিনি আরও বলেন, ”আমি মূহুর্তের জন্য বাঁচি । সেই কাজটাই করি যা আমার ভালো লাগে । কোনওদিনই অভিনয় ও পরিচালনা করতে চাইনি । তাই আর পরিকল্পনা করে এগোই না । সবসময় পরিস্থিতি যেমন নিয়ে গেছে সেরকম চলেছি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *