বরাবরই সাহসিকতার পরিচয় দিয়েছেন ভূমি পেদনেকর

মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকের থেকে প্রশংসা পাচ্ছে ‘বালা’। প্রথম দিনেই বক্স অফিসে ১০.১৫ কোটি টাকা উপার্জন করেছেন এই ছবি। প্রথম ছবি ‘দম লাগাকে হাইসা’ থেকেই চ্যালেঞ্জ নেওয়ার শুরু করে এসেছেন ভূমি পেদনেকর। সেই ছবিতে এক ওভারওয়েট মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপর নিজেকে ভেঙ্গেচুরে নতুন রূপে তৈরি করেছেন ভূমি। বালা’-তে ভূমিকে দেখানো হয়েছে একজন শ্যামবর্ণার চরিত্রে, যে সমাজের চোখে ‘অসুন্দর’। সমাজ নির্ধারিত সৌন্দর্য্যের প্যারামিটারগুলোকে ভেঙে দেওয়ার জন্য ভূমিকে এই সাজে সাজিয়ে তোলা হয়েছে। একজন কালো মানুষও যে কত সুন্দর হতে পারেন, সেই ধারণটাই বিভিন্ন চরিত্রের মাধ্যমে স্থাপন করা হয়েছে ‘বালা’-তে।ভূমি এই ব্যাপারে বললেন, “সবাই আমায় বলছে যে এই চরিত্রটা বেছে আমি খুব সাহসের কাজ করেছি। কিন্তু, আমি তাদের বলছি যে একজন অভিনেত্রী হিসেবে আমি নিজেকে ভাঙতে চাই এবং ছবির জন্য পুরোপুরি সেই চরিত্রটা হয়ে উঠতে চাই।পরদায় আমায় কেমন দেখতে লাগছে সেটা সবসময় ভাবা উচিৎ নয়, তাহলে ছবির ভিশনের সঙ্গে অন্যায় করা হত। ছবির স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে এটা ভেবেই আনন্দ লেগেছিল যে, মুখ্য চরিত্রের মানসিক পরিবর্তন ঘটানোর জন্য আমি অনুঘটকের কাজ করছি। তখনই আমি ছবিটার সামাজিক বার্তার সঙ্গে কানেক্ট করতে পারি।” কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘সান্ড কি আঁখ’ ছবিটি। সেখানেও এক্কেবারে অন্যরূপে ভূমিকে দেখেছেন দর্শক। আর সেখানেও তিনি বহুজন প্রশংশিত হয়েছেন।

https://www.instagram.com/p/B4Ml1GXp6Pl/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B4Rm78QpplH/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *