বলিউডের থেকে ভারতীয় সিনেমার পরিসর অনেক বেশিঃ ক্যামেরন বেইলি

টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (TIFF) আর্টিস্টিক ডিরেক্টর ক্যামেরন বেইলি মনে করেন বলিউডের থেকে ভারতীয় সিনেমার পরিসর অনেক বেশি । অপূর্ব শ্রীবাস্তব, ভারতের কনসাল জেনেরাল, টরেন্টো; ক্যামেরন বেইলি, আর্টিস্টিক ডিরেক্টর ও সহ-প্রধান, TIFF এবং ভারতীয় প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণকারীদের সঙ্গে নিজেদের মত বিনিময় করেন । ভারতীয় সিনেমার পরিসর তুলে ধরে তিনি জানান, এটা বলিউডের চেয়ে অনেক বেশি । ভারতীয় সিনেমার স্টাইল, ভাষা, আঞ্চলিক স্বাদের প্রতিফলন ভারতে তৈরি বিভিন্ন সংগীত, অ্যানিমেশন, নাটক, কমেডি ও বিভিন্ন ঘরানার ছবিতে দেখা যায় । তাঁর মতে, পৃথিবীতে এমন কোনও দেশ নেই যা ভারতের মতো ছবি তৈরি করে । ভারতের প্রতিনিধি দলটি  IFFI 2019-র গোল্ডেন জুবিলি সংস্করণের জন্য সহযোগিতা ও পার্টনারশিপের জন্য বিশ্বকে আমন্ত্রণ জানিয়েছে । এবছর নভেম্বরে গোয়ায় অনুষ্ঠানটি আয়োজিত হবে । TIFF 2019-তে অংশ নেওয়ার পক্ষে I&B মন্ত্রকের দ্বারা আয়োজিত ইন্ডিয়া ব্রেকফাস্ট নেটওয়ার্কিং সেশনে নিজের বক্তব্য রাখতে গিয়ে বেইলে জানান, TIFF ও ভারতীয় সিনেমার মধ্যে একটা দৃঢ় বন্ধন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *