বাংলাদেশ মাতালেন সলমান-ক্যাটরিনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলেন বলিউড সুপারস্টার সলমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশের শের-এ-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় BPL-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবরকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধন করেন হাসিনা।  অনুষ্ঠানের প্রথমার্ধে ছিল জেমস ও মুমতাজের গান। দ্বিতীয়ার্ধে মঞ্চ মাতান ভাইজান ও ক্যাট। অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সলমন ও ক্যাটরিনা। হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে সলমান লিখেছেন, “ক্যাটরিনা আর আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরকম সুন্দরী এক মহিলার সঙ্গে দেখা করতে পেরে আমি ধন্য ও গর্বিত।” আনুষ্ঠানে পারফরম্যান্স শেষে সলমন খান দর্শকদের উদ্দেশে বাংলায় বলেন, ‘কেমন আছেন? আমি বাংলাদেশকে খুব ভালোবাসি।’ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলিউড সুপারস্টার। বলেন, ‘শেখ হাসিনা নামটাই শুধু সুন্দর নয়, তিনি নামের মতোই মন থেকেও সুন্দর। দেখতেও সুন্দর। পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসেন বলেই তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরাও আপনাকে ভালোবাসি।’ ক্যাটরিনা কাইফ এদিন বলেন, আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার জন্যও আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমরা সত্যিই বাংলাদেশকে অনেক ভালোবাসি।উই লাভ ইউ বাংলাদেশ।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সলমান। বাংলাদেশের স্থপতিকে নিয়েও স্বল্প পরিসরে কথা বলেন তিনি। সবশেষে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ ঐতিহাসিক বাক্য আওড়ান ক্যাটরিনাও। সমস্বরে বলেন দর্শকরাও।এ সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সফলতা কামনা করেন সলমান ও ক্যাটরিনা। সলমানের মুখ থেকে শোনা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদানের কথাও। এছাড়া সলমান খান নিজের বাবার কথা রাখতে গিয়ে বাংলাদেশের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেন। কথাপ্রসঙ্গে সলমান জানিয়ে দেন, তার পিতা কাজী নজরুল ইসলামের একনিষ্ঠ ভক্ত এবং তার অনেক কবিতাও পড়েছেন। সে কারণেই ঢাকা আসার আগে তার বাবা বলেছিলেন, একবার হলেও সালমান যেন কাজী নজরুলের নাম স্মরণ করেন। বাবার কথা রাখতেই নিজের বক্তব্যের শেষাংশে কাজী নজরুল ইসলামের নাম বলেন এবং জানান যে, বাবার মুখে শুনেছেন কাজী নজরুল ইসলাম অনেক বড় কবি। তিনি বলেন, ‘আমি আসার আগে বাবাকে যখন বললাম বাংলাদেশ যাচ্ছি, তখন বাবা আমাকে বললেন, আমি যেন স্টেজে একজন মানুষের নাম অবশ্যই বলি। তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমার বাবা তাঁর অনেক বড় একজন ভক্ত। নজরুল ইসলামের অনেক কবিতা আমার বাবা পড়েছেন।’ বিপিএলের মঞ্চে বাংলায় গান গেয়েছেন ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগাম। স্টেজে উঠে জীবনে যে গান গাননি, সেই গান গেয়েছেন তিনি। সনু নিগাম হিন্দীতে গান গাওয়ার পরেই বলেন, ‘এই গান জীবনে কখনো গাইনি। আজ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই গানের প্রস্তুতি নিয়ে এসেছি। বাংলাদেশি ভাই-বোনদের প্রতি অনুরোধ ভাষাগত কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।’ এরপর তিনি দেশাত্ববোধক গান ‘ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ শিরোনামের গানটি গান। এরপরই বঙ্গবন্ধুকে নিয়ে তিনি গান গাওয়া শুরু করেন। পরে ‘শোনো, একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ’ গানের প্রথম অংশ গয়েছেন। সব শেষে ৮টা ৪০ মিনিটে জনপ্রিয় ‘কালহো না হো’ গান গেয়ে স্টেজ ছাড়েন তিনি। আসরের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতালেন বাংদেশের রকস্টার জেমস। তিনি মঞ্চে এসে একে একে গান করেন, মা, সুন্দরীতমা, হাম সাফারসহ আরও কয়েকটি।

ভিডিও সৌজন্যেঃ নিউজ ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *