বাংলার পাভেলের লেখা গল্প নিয়ে তৈরি হবে বলিউডের ‘বালা’

বাংলার পাভেলে-র লেখা গল্পেই তৈরি হতে চলেছে আয়ুষ্মান খুরানা অভিনীত পরবর্তী ছবি ‘বালা’। অমর কৌশিক ছবিটি পরিচালনা করবেন। বলিউডে এটাই পাভেলের প্রথম কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বালা’-র টিজার । টিজারে ‘বাল্ড’ লুকে দেখা গেছে আয়ুষ্মানকে। ছবিতে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ভূমি পেডনেকর, ইয়ামি গৌতম, জাভেদ জাফরি, সৌরভ শুক্লা, সীমা পাহওয়া ও অভিষেক ব্যানার্জি । ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাডক ফিল্মসের দীনেশ ভিজন । ২২ নভেম্বর মুক্তি পাবে ‘বালা’ । টাক পড়ে যাচ্ছে, এমন একজন যুবকের গল্প তৈরি করেছেন পাভেল। তিনি বলেন, ‘আমার মাথায় একগুচ্ছ চুল আছে বটে । কিন্তু আমার অনেক বন্ধু-বান্ধবের চুল পড়ে গেছে মাথা থেকে । আমাদের এখানে ছেলেদের ও মেয়েদের বিভিন্নভাবে মার্ক করা হয়। মেয়েদের গায়ের রং এবং অন্য আরও অনেক কিছু দিয়ে। ছেলেদের ইনকাম ও চুল দিয়ে। সেটা আমার একটা সমস্যার জায়গা বলে মনে হয়েছিল। তাছাড়া জঘন্য জঘন্য বিজ্ঞাপন দেখায়, যেমন আমার চুল ছিল না বলে বিয়ে হচ্ছে না। আমার চুল ছিল না বলে আমার কনফিডেন্স ছিল না। যবে থেকে আমার চুল এল আমি হেব্বি হিরো হয়ে গেলাম। এই জঘন্য বিষয়গুলোতে আমি ভীষণ বিরক্ত ছিলাম গোড়া থেকে। সেই থেকেই মাথায় আসে গল্পটা। সেখান থেকেই গল্পটা তৈরি হয়ে যায়। তবে এর প্রাইমারি আইডিয়া কিন্তু আমার স্ত্রী স্মৃতির। ওই আমাকে প্রথম বলে আইডিয়াটা। সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা গল্প দাঁড়িয়ে যায়। গল্পটা পুরোপুরি উত্তরপ্রদেশের।’ পাভেল আরও বলেন, ‘আয়ুষ্মানকে ২০১৬-তেই এই গল্পটা বলেছিলাম। কিন্তু আমাদের মিটিংটা অনেক পরে হয়। গল্পটা একবার শুনেই তিনি রাজি হয়ে যান। সেখান থেকে আলাপ হয় ম্যাডক ফিল্মসের সঙ্গে। কাজটার জন্য ওরাও রাজি হয়ে যায়। এখন রেগুলার বেসিসে হিন্দি ছবির জন্য গল্প আর স্ক্রিপ্ট লিখছি। এবার থেকে বাংলা-হিন্দি দুই জায়গাতেই আমাকে দেখা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *