করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। সাধারন মানুষ থেকে তারকা সকলেই থাকছেন সেলফ কোয়ারান্টিনে। সেই তালিকায় এবার নাম উঠে এল হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও-র। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে হোম কোয়ারান্টিনে রয়েছেন বান্ধবী ক্যামিলা মোরোন। নিজের লস অ্যাঞ্জেলিসের বাড়িতেই রয়েছেন তাঁরা। এমনিতে জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলা বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, কোনওটিই সবিশেষ করেন না ডি’ক্যাপ্রিও-ক্যামিলা। সে জন্যই স্বাভাবিকভাবেই তাঁদের এই কোয়ারান্টিনে থাকার খবরটি নজরে আসেনি।এক সূত্রের মতে, ‘সকলের সামনে গোপনীয়তার দিকটি বজায় রাখলেও দু’জনে কিন্তু প্রায় পুরো সময় এক সঙ্গে কাটাচ্ছেন।’ আপাতত, প্রায় ২৩ বছরের ছোট বান্ধবীর সঙ্গে নিজের মতো করে ভালোই থাকছেন টাইটানিক-খ্যাত সুদর্শন অভিনেতা।