টাইটানিক ছবির জ্যাকের কথা আজও মানুষ মনে রেখেছে। জেমস ক্যামেরুনের সেই ছবিতে জ্যাকের অন্তিম পরিণতি অনেকের চোখেই জল এনেছিল। রিল লাইফে সমুদ্রে ডুবে গেলেও, রিয়েল লাইফে এক ডুবন্ত মানুষের প্রাণ বাঁচালেন হলিউড অভিনেতা লিওনার্ডো ডি’ ক্যাপ্রিও। নতুন বছরের আগে ৩০ ডিসেম্বর ৪৫ বছর বয়সী লিওনার্ডো ছুটি কাটাচ্ছিলেন ক্যারিবিয়ান সাগরে। বেশ ফুরফুরে মেজাজেই কাটছিল তাঁর সময়। সঙ্গে ছিলেন তাঁর ২২ বছর বয়সী বান্ধবী ক্যামিলা মোরোন। সেন্ট বার্থস দ্বীপের কাছে নিজের ইয়টে ভেসে বেড়াচ্ছিলেন। হঠাৎই তিনি জানতে পারলেন, কাছাকাছি এক জাহাজ থেকে সমুদ্রের জলে পড়ে গিয়েছেন এক ২৪ বছর বয়সী যুবক। এবং গত ১১ ঘণ্টা তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই খবর পেয়ে লিওনার্ডো দ্রুত সিদ্ধান্ত নিলেন তিনি খোঁজ করবেন ওই মানুষটির। অকূল সমুদ্রে ১১ ঘণ্টা ধরে ভেসে থাকা মানুষটি আদৌ বেঁচে আছেন কিনা সে সব না ভেবেই তাঁকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নেন লিও। একটি সন্ধানী জাহাজও যখন কাছাকাছি নেই তখন এক অসহায় মানুষকে বাঁচানোর চেষ্টা করা হল সেরা মানবিক কাজ। এদিকে সন্ধে হয়ে আসছে, ঝড় এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে । কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লিওনার্ডো খোঁজ করতে লাগলেন। এবং পেয়েও গেলেন সেই ১১ ঘন্টা ধরে ভেসে থাকা যুবকটিকে। আশ্চর্যের ব্যাপার, ওই যুবকটিকে উদ্ধার করার পরেই এল ঝড় এবং বৃষ্টি।