বাস্তুহারা কাশ্মীরি পণ্ডিতদের কাহিনী বলবে ‘শিকারা’

১৯৯০ সালে জম্মু-কাশ্মীরে হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাস শুরু হয়েছিল।  সে সময়ে অজস্র কাশ্মীরি পণ্ডিত প্রাণ হারিয়েছিলেন। প্রাণ বাঁচাতে বহু পণ্ডিত ভিটেমাটি ছেড়ে  দেশের অন্যান্য রাজ্যে পালিয়ে যান। সেসময় কাশ্মীরে বসবাসকারী দু’লক্ষের বেশি হিন্দু পণ্ডিতের অর্ধেকের বেশি ঘরবাড়ি, জমি-সম্পত্তি ছেড়ে চলে যাতে বাধ্য হন। এবার কাশ্মীরি পণ্ডিতদের সেই মর্মান্তিক কাহিনী  উঠে আসছে বড়পর্দায়। ছবির নাম ‘শিকারা’। মুক্তি পেল ছবির প্রথম মোশন টিজার। ‘শিকারা’ সেইসব বাস্তুহারা কাশ্মীরি পণ্ডিতদের কথাই বলবে। ছবিটি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও। পরের বছর ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। ছবির যে টিজার মুক্তি পেয়েছে, সেখানে একটি ভয়েস ওভার শোনা গিয়েছে। তাতে বলা হচ্ছে, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের ভিটেমাটি ছাড়া করা হয়। তার ৩০ বছর পর, ১৯ জানুয়ারি, ২০২০ সালে সেইসব ঘরছাড়া পণ্ডিতদের কথা বলা হবে। ছবিতে আবহসংগীতের দায়িত্ব সামলেছেন এ আর রহমান। টিজারে তার একটু ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে ছবিতে কারা অভিনয় করছেন, তা এখনও জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *