বিশ্বভ্রমণে চলল মিতিন মাসি

সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর পর বেশ কিছুদিন মানুষ তাঁর গোয়েন্দাগিরির স্বাদ থেকে বঞ্ছিত ছিলেন। তবে এবছর পুজো থেকে আবার তিনি ফিরে এসছেন পরিচালক অরিন্দম শীলের হাত ধরে। কলকাতাবাসীর পাশাপাশি এদেশের বিভিন্ন প্রান্তের বাংলা সিনেমার দর্শকের মন জয় করে নিয়েছেন ‘মিতিন মাসি’। মিতিন মাসির চরিত্রে অভিনয় করে বেজায় খুশি কোয়েল মল্লিকও। তিনি যে এই চরিত্রে এতটা সফল হবেন সেটা ভাবতেই পারেননি। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে বিনয় পাঠক, জুন মালিয়া, রিয়া বণিক এবং শুভ্রজিৎ দত্তকে।  দেশের গন্ডি পেরিয়ে এবার মিতিন মাসি যাত্রা করবে বিশ্বভ্রমণে। এরই মধ্যে পরিচালক অরিন্দম শীল ডাক পেয়েছেন ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, বাংলাদেশ থেকে। শুক্রবার পশ্চিম লন্ডনের পল রবসন থিয়েটারে দেখানো হবে মিতিন মাসি। এরপর ডিসেম্বরের শুরুতেই তা দেখানো হবে বঙ্গ প্রবাসী মিলাপে। অরিন্দম জানালেন, তাঁর সঙ্গে পশ্চিম লন্ডন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কথা হয়েছে। এই থিয়েটারে নিয়মিত বাংলা সিনেমা দেখাতে চায় তারা। সেই ব্যবস্থাই চলছে। মিতিন মাসির এই বিশ্বভ্রমণ নিয়ে খুবই উচ্ছ্বসিত পরিচালক অরিন্দম শীল। তাঁর কাছে বাংলা সিনেমার কাছে এটা পরম প্রাপ্তি। ডিসেম্বরে মিতিন মাসি দেখানো হবে তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালেও। আগামী পুজোতেও রহস্যের সমাধান করবে মিতিন মাসি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি। কিছুদিন পরই পরবর্তী শ্যুটিং-এর জন্য মিতিন মাসি উড়ে যাবেন কেরালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *