বিয়ের প্রীতিভোজের আয়োজন করল সৃজিত-মিথিলা, সাজগোজ থেকে নিমন্ত্রণপত্র সবেতেই থাকল অভিনবত্ব

গত ৬ ডিসেম্বর বিয়ে করেছেন পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। পরিবারের লোকজন নিয়েই আচমকা বিয়েটা সেরে ফেলেছিলেন এই জুটি। বিয়ের দিন দুয়েক পরে জেনিভায় গিয়ে হানিমুনও করে ফেলেছেন নবদম্পতি। কিন্তু বিয়ের ২ মাস কেটে গেলেও বাকি থেকে গিয়েছে তাঁদের বিয়ের রিসেপশন পার্টি। বেশ কিছুদিন ধরেই বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ট মহল থেকে বিয়ে উপলক্ষ্যে ভূরিভোজের আবদার আসছিল ‘মিস্টার অ্যান্ড মিসেস’ মুখার্জির কাছে। অবশেষে আগামী ২৯ ফেব্রুয়ারি  নিজেদের বিয়ের রিসেপশনের আয়োজন করতে চলেছেন সৃজিত-মিথিলা। শোনা যাচ্ছে, কলকাতার হোটেল রাজকুটিরেই হতে চলেছে এই রিসেপশন পার্টি। নিমন্ত্রনপত্রেও একেবারে অভিনবত্বের ছোঁয়া। এখানেও পরিচালক মশাই সিনেমাজগৎ থেকে বেরতে পারেননি। রিসেপশনের আমন্ত্রপত্রে ঘুরে-ফিরে উল্লেখ রয়েছে তাঁর ১০ বছরের কেরিয়ারের যাবতীয় সিনেমার কথা। আমন্ত্রণপত্রে এভাবেই আবেদন জানিয়েছেন ‘মুখার্জি কমিশন’। আর রিসেপশন মানেই তো সাজগোজ। খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ‘শূন্য’র পোশাকে সাজবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস’ মুখুজ্জ্যে। দু’জনেই রিসেপশনের থিমের সঙ্গে মানিয়ে বেছে নিয়েছেন লাল রঙের পোশাক।  শর্বরী দত্ত বলেন, ‘ওদের দুজনের পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল পোশাক পড়বেন । সেটা মাথায় রেখেই সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নেওয়া হয়েছে। আর তাদের সেই পোশাকে থাকবে ঘন সুতোর কাজ’। এমনকি মিথিলার সাজের প্রসঙ্গে ডিজাইনার বলেন, ‘তাকে একটা ওড়না দিচ্ছি। আর শাড়িটা সে নিজের পছন্দেই পরবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *