বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকায় হাজির মিমি

যতটা গর্জন ছিল ততটা বর্ষায়নি বুলবুল। তাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা কম হয়নি বলেই রাজ্য প্রশাসন সূত্রে খবর। বন্ধু নুসরাতের কেন্দ্র বসিরহাটে হাজির হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। বুলবুলের তাণ্ডবে যাদবপুর খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর পেয়ে  ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি। সেখানে তাঁকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁদের হাতে ত্রাণও তুলে দেন মিমি। ফেসবুক স্টাটাসে তিনি লেখেন, ‘ধন্যবাদ ঈশ্বরকে.. যে সেভাবে আমার লোকসভা অঞ্চল ক্ষতিগ্রস্ত না হাওয়ার জন্য। তাও বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আজ আমি গিয়েছিলাম সাহায্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও আমাদের কর্মী ও নেতৃত্ববৃন্দকে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য!’

বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন মিমি চক্রবর্তীর

ধন্যবাদ ঈশ্বরকে.. যে সেভাবে আমার লোকসভা অঞ্চল ক্ষতিগ্রস্থ না হাওয়ার জন্য ..তাও বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় আজ আমি গিয়েছিলাম, সাহায্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য..ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও আমাদের কর্মী ও নেতৃত্ববৃন্দকে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য !

Posted by Mimi Chakraborty on Sunday, 10 November 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *