বুড়ো সাধু-র গল্প নিয়ে আসছে ভিক

একেবারে অন্যধারার গল্প নিয়ে তৈরি নব পরিচালক ভিক-এর ‘বুড়ো সাধু’। ‘বুড়ো সাধু’ অর্থাৎ ‘ওল্ড মঙ্ক’, একটা খুব নস্টালজিক ব্র্য়ান্ডের নাম। তবে অ্যালকোহলকে এই ছবিতে কোনওভাবেই প্রোমোট করা হয়নি বলে জানালেন পরিচালক। বরং দেখানো হয়েছে অ্যালকোহলিক হয়ে কোনও কাজ করে উঠতে পারা যায় না। চিরঞ্জিত, ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, মিশমি দাস, দোলন রায়, দেবেশ চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তী এবং অমিত সাহাকে নিয়ে একটি বাংলা ছবি তৈরি করেছেন পরিচালক ভিক। একেবারে অন্যরকম লুকে এই ছবিতে দেখা যাবে ঋত্বিককে। এক যুবকের কৈশোর থেকে যৌবনে পদার্পণের গল্প বলবে ‘বুড়ো সাধু’। সেই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এই যুগের অনেকেই ছবিতে তাঁর চরিত্রটির সঙ্গে একাত্ম করতে পারবেন। ছবিতে তাঁর পারিবারিক জীবনটা সমস্যায় জর্জরিত, তাঁর প্রেমের জীবনও তাই। তবে যেই পরিস্থিতির সম্মুখীন হয় এই চরিত্রটি, সেটা কিছুটা অস্বাভাবিক। ছবির শুটিং হয়েছে একটু অন্যভাবে। রয়েছে গঙ্গার তীরের সৌন্দর্য, পুরোনো ঘাট,কলকাতা শহর ও মফঃস্বল। অন্যদিকে চিরঞ্জিতের চরিত্রটা একজন বৃদ্ধ ভদ্রলোকের। তিনিই আসলে এই বুড়ো সাধু। এই দুই চরিত্রের মিশেলেই আসলে ছবিটার এই নাম রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *