ভবিষ্যৎ অ্যাস্ট্রোনটদের সাহায্য করবেন সুশান্ত

রূপোলি জগত নয়, সৌরজগতই ছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম পছন্দ। ছোট থেকেই অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু তাঁর সে স্বপ্নপূরণ আর হয়নি। অপূর্ণ স্বপ্নের আফশোস মেটাতে চাঁদে জমি কিনেও রেখেছেন সুশান্ত। চাঁদের যে জায়গার জমি কিনেছেন সুশান্ত সেটি “সি অফ মাসকোভি” নামে পরিচিত । সুশান্ত বলেন, ‘যখন আমি ছোটো ছিলাম তখন আমার স্বপ্ন ছিল অ্যাস্ট্রোনট হওয়ার । কিন্তু আমি জানতাম না তার জন্য কোথায় যেতে হবে । আমি সবসময়ই NASA-তে যেতে চেয়েছিলাম । কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে যায় । তাই আমি একটি শক্তিশালী দূরবীন কিনেছিলাম, যা চাঁদের আলোতে অনেক জ়ুম করতে পারে । দু’বছর আগে NASA যাওয়ার একটি সুযোগ আমি পাই । সেখানে একটি ছোটো ওয়ার্কশপও করি । একবছর পর NASA-তে দু’জন বাচ্চাকে পাঠাই । তারা খুবই বুদ্ধিমান । তাদের মধ্যে একজন সেখানে গোল্ড মেডেলও যেতে । এখন সে অ্যাস্ট্রোনট হওয়ার ট্রেনিংও পাচ্ছে । এবারে NASA-তে ১০০ জন বাচ্চাকে পাঠানোর পরিকল্পনা করছি আমি’। এভাবেই ভবিষ্যতে যারা স্পেসে করে উড়তে চায় তাদের নিজের সাধ্য মতো সাহায্য করছেন তিনি। চন্দ্রযান-২ এর ল্যান্ডিং নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি শো-তে আউটার স্পেসের প্রতি নিজের আকর্ষণের কথা বলবেন সুশান্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *