ভারতনাট্যম প্রশিক্ষণ নিচ্ছেন কঙ্গনা

অভিনয়ের বিষয় খুবই পারফেক্টশনিস্ট কঙ্গনা রানাওয়াত। যখনই যে চরিত্রে অভিনয় করেছেন তখন সেই চরিত্রের পুঙ্খানুপুঙ্খ বিষয় নজর দিয়েছেন তিনি। প্রয়োজনে বিভিন্ন বিষয় প্রশিক্ষণও নিয়েছেন। এর আগে ‘মণিকর্ণিকা’ ছবির জন্য ঘোড়ায় চড়া এবং অসিচালনার  প্রশিক্ষণ নিয়েছিলেন। এই মুহূর্তে কঙ্গনা  জয়ললিতার বায়োপিক নিয়ে ব্যস্ত। হিন্দিতে ‘জয়া’ এবং তামিলে ‘থালাইভি’ নামে মুক্তি পাবে এই সিনেমা।এই বায়োপিক পরিচালনা করছেন এ এল বিজয়। এই ছবির প্রেক্ষাপট লেখনীর দায়িত্ব নিয়েছেন ‘বাহুবলী’ এবং ‘মণিকর্ণিকা – দ্য কুইন অফ ঝাঁসি’র লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এবং ‘দ্য ডার্টি পিকচার’ এবং ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’-এর লেখক রজত অরোরা। রাজনীতিবিদ হওয়ার আগে জয়ললিতা ছিলেন একজন অভিনেত্রী। শোনা যাচ্ছে কঙ্গনা একটি গানের শুট করবেন, যেখানে থাকবেন প্রায় ১০০জন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী। সেই গান কোরিয়োগ্রাফি করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার বিখ্যাত কোরিয়োগ্রাফার গায়ত্রী রঘুরাম। গানটির স্বাদ একেবারে রেট্রো। এও শোনা যাচ্ছে এই গানটির সঙ্গে নাচের জন্য কঙ্গনা সাংঘাতিক পরিশ্রম করছেন। গত এক সপ্তাহ ধরে কঙ্গনা ভরতনাট্যমের প্রশিক্ষণ নিচ্ছেন। বলাই বাহুল্য, জয়ললিতার বায়োপিক নিয়ে সবাই অত্যন্ত উত্তেজিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *