মানুষের জীবনী তো অনেক শুনেছেন, কিন্তু ভূতের জীবিনী শুনেছেন কখনও! ‘রেনবো জেলি’র পরিচালক সৌকর্য ঘোষাল এবার দেখাতে চলেছেন ভূতের জীবনী। সুরিন্দর ফিল্মস -এর প্রযোজনায় আসতে চলেছে তাঁর পরের ছবি ‘ভূতপরী’। ‘রেনবো জেলি’র সাত রং আর ছোট্ট ঘোঁতন এখনও সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে রয়েছে। ‘রেনবো জেলি’ ছবিটি সৌকর্য-র প্রতি দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সৌকর্যর এবারের ছবি ‘ভূতপরী’ দর্শকদের সেই আশাই পূরণ করবে মনে করেন সিনেমাপ্রেমীরা। ‘ভূতপরী’ ছবিটির পরিচালনার পাশাপাশি, ছবিটির গল্প ও চিত্রানাট্যও লিখেছেন সৌকর্য ঘোষাল নিজেই। তিনি জানান সিনেমাটির গল্প একজন মহিলার। যাঁর মৃত্যু হয়েছিল ১৯৪৭ সালে। ২০১৯-এ এসে একটি ছোট্ট ছেলের সঙ্গে তাঁর আলাপ হয়। ওই ছেলেটির সাহায্যেই মৃত্যুর কথা জানতে পারে সেই ভূতপরী। তবে এই মৃত্যুর মধ্যেই রয়েছে অন্য রহস্য। কারণ, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাঁকে খুন করা হয়েছিল। এবার তাঁর নতুন বন্ধু সেই ছোট্ট ছেলেটিই ভূতপরীকে তাঁর খুনির কাছে পৌঁছে দেবে। এমনই রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে এগোবে সৌকর্য ঘোষালের নতুন ছবি ভূতপরী। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। ‘ভূতপরী’র ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান। জয়া ছাড়াও এই ছবিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। অর্ঘ্যকমল মিত্র ছবির সম্পাদনা করবেন। সৌকর্য ঘোষালের স্ত্রী তথা কস্টিউম ডিজাইনার পূজা চট্টোপাধ্যায় ‘ভূতপরী’র কস্টিউম ডিজাইনের দায়িত্বে রয়েছেন। সঙ্গীত পরিচালনার করছেন নবারুণ বোস। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অলোক মাইতি।