মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস-এর মঞ্চে সেরা কলঙ্ক

তারকা সমাবেশে অনুষ্ঠিত হল মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, এ আর রহমান, তাপসী পান্নু, রবিনা ট্যান্ডন, নেহা ভসিন, সানি লিওনি,ঊর্বশী রৌতেলা, তলত আজিজ, শ্রেয়া ঘোষাল, হিমেশ রেশমিয়া, ইলা অরুণ, আনন্দজী এবং বাপ্পি লাহিড়ির মতো সেলেবরা। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেখর রবজিয়ানি, অপারশক্তি খুরানা এবং নীতি মোহন। অন্ধেরির একটি স্টুডিয়োয় বসেছিল পুরস্কারের আসর। এবারের আসরে মোট ৬টি পুরস্কার পেয়ে বাজিমাত করল কলঙ্ক।

এক ঝলকে দেখে নেওয়া যাক পুরস্কারপ্রাপকের তালিকাঃ

সং অফ দ্য ইয়ার—কলঙ্ক ছবির টাইটেল ট্র্যাক

অ্যালবাম অফ দ্য ইয়ার—কেসরি

ইন্ডিজ সং অফ দ্য ইয়ার—জান মেরি

শ্রেষ্ঠ অ্যালবাম—জান মেরি

শ্রেষ্ঠ গায়ক—অরিজিত সিং (কলঙ্ক ছবির টাইটেল ট্র্যাকের জন্যে)

শ্রেষ্ঠ গায়িকা—শ্রেয়া ঘোষাল (ঘর মোরে পরদেশিয়া, কলঙ্ক)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক— প্রীতম (কলঙ্ক ছবির টাইটেল ট্র্যাকের জন্যে)

শ্রেষ্ঠ লিরিসিস্ট— অমিতাভ ভট্টাচার্য (কলঙ্ক ছবির টাইটেল ট্র্যাকের জন্যে)

লিসনার্স চয়েস সং অফ দ্য ইয়ার—বেখয়ালি (কবির সিং)

লিসনার্স চয়েস অ্যালবাম অফ দ্য ইয়ার—কবির সিং

লিসনার্স চয়েস ইন্ডিপেন্ডেন্ট (ইন্ডিজ) অফ দ্য ইয়ার—ভাস্তে

আপকামিং মেল ভোকালিস্ট অফ দ্য ইয়ার–অভিজিত শ্রীবাস্তব (চাশনি, ভারত)

আপকামিং ফিমেল ভোকালিস্ট অফ দ্য ইয়ার–আকাঙ্খা শর্মা (তুম চলে গয়ে, মারুধার এক্সপ্রেস)

আপকামিং মিউজিক কম্পোজার অফ দ্য ইয়ার—পিযূষ শংকর (নয়না ইয়ে, আর্টিকল ১৫)

আপকামিং লিরিসিস্ট অফ দ্য ইয়ার— সাহিব (লহু কা রং কারা, লাল কাপতান)

শ্রেষ্ঠ সং প্রোডিউসার (প্রোগ্রামিং অ্যান্ড অ্যারেঞ্জিং)—ডিজে ফুকান, প্রসাদ শাস্তে, প্রকাশ পিটার্স, সানি এমআর (ঘর মোরে পরদেশিয়া)

শ্রেষ্ঠ সং ইঞ্জিনিয়ার (রেকর্ডিং-মিক্সিং)–বিজয় দয়াল (জগরাফিয়া, সুপার ৩০)

শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড স্কোর–মঙ্গেশ ধাকড়ে (আর্টিকল ১৫)

রিক্রিয়েটেড সং অফ দ্য ইয়ার— হামে তুমসে পেয়ার কিতনা

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার— ঊষা মঙ্গেশকর

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড হিন্দি ছবির গানে বিশেষ অবদানের জন্যে— অমর হলদিপুর

গোল্ডেন এরা অ্যালবাম অফ দ্য ইয়ার, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড (১৯৫৯)— আনারি, সুজাতা

শ্রেষ্ঠ রাগাশ্রয়ী গান—ঢোলা (ইয়ে হ্যায় ইন্ডিয়া)

মেক ইট লার্জ অ্যাওয়ার্ড—দীপিকা পাডুকোন

মির্চি সোশ্যাল মিডিয়া আইকন অফ দ্য ইয়ার— নেহা কক্কর

মির্চি ট্রেন্ডসেটার্স অ্যালবাম অফ দ্য ইয়ার—গল্লি বয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *