মুক্তির আগেই আইনি জটিলতায় ‘ছপাক’

‘ছপাক’-এর মুক্তির আগেই আইনি জটিলতায় ছবির প্রযোজক-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং পরিচালক মেঘনা গুলজার। মুক্তির দিন কয়েক আগে এক প্রযোজক ‘ছপাক’-এর চিত্রনাট্য চুরির দায়ে আদালতের দ্বারস্থ হন। প্রযোজক রাকেশ ভারতী শনিবার দীপিকা ও মেঘনার নামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ছপাক সিনেমার স্ক্রিপ্ট চুরির অভিযোগ করে জানান, ছাপাক সিনেমার স্ক্রিপ্ট তার। মামলা করেন দীপিকা এবং মেঘনার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ‘ছপাক’-এর স্ক্রিপ্ট তাঁর লেখা। এমনকী, অ্যাসিড আক্রান্ত যোদ্ধাদের নিয়ে ছবি তৈরির ভাবনাও তাঁর নিজস্ব। চূড়ান্ত ভাবনার পর তিনি ছবির নামও রেজিস্ট্রেশন করেছিলেন। আর তাঁর ভাবনা চুরি করে নিয়েই কিনা ছবি বানালেন পরিচালক মেঘনা গুলজার এবং দীপিকা পাড়ুকোন! এভাবেই চিত্রনাট্য চুরির অভিযোগ তুলে সম্প্রতি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দীপিকা ও মেঘনার নামে রাকেশ স্বত্ত্বভঙ্গের অভিযোগ দায়ের করেছেন।

রাকেশ ভারতী জানান, ২০১৫ সালের কথা। সেসময়ে তিনি এবং তাঁর ছেলে পরিকল্পনা করেছিলেন অ্যাসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে সিনেমা বানাবেন। পরিকল্পনা মাফিক সেবছরই মে মাসে ‘ব্ল্যাক ডে’ নামে একটি ছবিও রেজিস্ট্রেশন করান তাঁরা। এমনকী, ‘ছপাক’-এর সঙ্গে যুক্ত তিনটি প্রযোজনা সংস্থা- ফক্স স্টার স্টুডিও, কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মসের সঙ্গে কথা হয়েছিল তাঁদের। ছবির মুখ্য চরিত্রের জন্য ঐশ্বর্য রাই বচ্চন এবং কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীর সঙ্গে কথাও বলেছিলেন। কথামতো তাঁর লেখা চিত্রনাট্য জমা দিয়েছিলেন প্রযোজনা সংস্থা ফক্স স্টার স্টুডিওর কাছে। কিন্তু সেই চিত্রনাট্যেই সামান্য পরিবর্তন করে এখন তাঁরা ‘ছপাক’ তৈরি করেছেন। আর তাতে মদত দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং মেঘনা গুলজার! এমন বিস্ফোরক অভিযোগই এনেছেন রাকেশ ভারতী। যদিও এপ্রসঙ্গে এখনও অবধি দীপিকাদের পক্ষ থেকে কেউই মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *